সিনেমার ট্রেলার বা নাম যদি আকর্ষণীয় হয়, তাহলে সেই সিনেমা সম্পর্কে মানুষের মনে একটি কৌতূহল জন্ম নেয়। অক্ষয় কুমারের ‘টয়লেট: এক প্রেম কথা’, তেমনি একটি সিনেমা ছিল। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় বাড়িতে শৌচালয় তৈরি করার একটি কাহিনী দেখানো হয়েছিল।
‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমার গল্প যেমন মানুষের মন কেড়েছিল তেমন এই সিনেমায় ভূমি এবং অক্ষয়ের অভিনয়ও নজর কেড়েছিল সকলের। বক্স অফিসে দুর্দান্ত সফল একটি সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছিল এই সিনেমাটি। কিন্তু সিনেমা মুক্তির ৮ বছর পর হঠাৎ করে আরও একবার চর্চায় উঠে এল সিনেমার নাম। কারণ? জয়া বচ্চন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রোপাগান্ডা ফিল্ম প্রসঙ্গে টয়লেট সিনেমার নাম উঠে আসায় জয়া বলেন, ‘যে সিনেমার নাম এমন, সেই সিনেমা আমি কোনওদিন দেখতেই যাব না। এটা কোনও সিনেমার নাম হল? এটা একটি ফ্লপ সিনেমা। জয়ার এই বক্তব্য শুনে রীতিমতো ক্ষেপে লাল হয়ে যান নেটিজেনরা।’
আরও পড়ুন: প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী
আরও পড়ুন: 'বলিউড তারকারা কখনওই এই কাজ…', আল্লু অর্জুনের কোন ব্যবহার মুগ্ধ করেছিল গণেশকে?
জয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনেকে তাঁকে কটাক্ষ করেন। কেউ কেউ আবার অভিষেকের সিনেমার প্রসঙ্গ টেনে তোলেন। টয়লেট শুধুমাত্র একটি ভালো সিনেমা নয়, একটি বার্তাবাহক সিনেমাও বটে, এমন কথাও বলতে শোনা যায় অনেককে। এবার জয়া বচ্চনের মন্তব্য প্রসঙ্গে মুখ খুলতে শোনা গেল সিনেমার প্রযোজককে।
সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপচারিতায় ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমার প্রযোজক প্রেরণা অরোরা বলেন, ‘আমি জয়াজির অনেক বড় ভক্ত। আমি এখনও গুড্ডি, উপহার, অভিমান বা মিলি সিনেমাগুলি যখন তখন দেখতে পারি। কিন্তু আজ ওঁকে যে মন্তব্য করতে শুনলাম, তা সত্যি ভীষণ দুঃখজনক।’
প্রেরণা বলেন, ‘আমি ওঁকে অনুরোধ করব বক্স অফিস পরিসংখ্যান দেখতে। ৭৫ কোটি টাকা বাজেট নিয়ে তৈরি হয় এই সিনেমাটি ৩১১.৫ কোটি টাকা আয় করেছিল। আমার ব্যক্তিগত ইচ্ছে জয়াজিকে সিনেমাটি দেখানোর। এই সিনেমার নাম কেন টয়লেট রাখা হয়েছিল, সেটি ওঁকে বোঝানোর জন্য।’
আরও পড়ুন: নেই রক্তের সম্পর্ক, তাও তামান্না-বিজয়কে কেন ‘গডপ্যারেন্ট’ মনে করেন রাশা?
আরও পড়ুন: যৌন নিগ্রহ থেকে মৌখিক নির্যাতন, ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক তুলে ধরলেন অবনীত?
প্রযোজক বলেন, ‘আমরা যখন সিনেমার শিরোনাম নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, তখন আমরা ভেবেছিলাম যে শিরোনামে টয়লেট নামটি রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে, লাভ স্টোরি কথার আগে টয়লেট শব্দটি রাখা হয়তো ঠিক হবে না। কিন্তু প্রযোজক হিসেবে আমি সেই ঝুঁকি নিয়েছিলাম। আমরা সফলও হয়েছিলাম। জয়াজি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি অবশ্যই ওঁকে এই সিনেমাটি একবার হলেও দেখাতে চাই।’
প্রসঙ্গত, শ্রী নারায়ন সিং পরিচালিত' টয়লেট: এক প্রেম কথা' সিনেমায় মূলত গ্রামীন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়েছিল। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা কতটা খারাপ, কেন প্রত্যেক বাড়িতে শৌচালয় থাকা দরকার, সেই সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছিল সিনেমার মধ্যে।