বাংলা নিউজ > বায়োস্কোপ > 'অ্যাডজাস্টমেন্ট'-এই জীবন কাটছে! বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে কেন এমন বললেন সোহিনী

'অ্যাডজাস্টমেন্ট'-এই জীবন কাটছে! বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে কেন এমন বললেন সোহিনী

বিচ্ছেদের গুজবের মাঝেই দিদির মঞ্চে সোহিনী

Sohini Guha Roy: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সোহিনী গুহ রায়। বিয়ের দুই বছর পর কতটা সংসারী হলেন তিনি। কেমন কাটছে তাঁর বিবাহিত জীবন সবটাই জানালেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে।

‘দিদি নম্বর ১’ -এর মঞ্চে সদ্যই বাংলা টেলি জগতের একাধিক নায়িকারা এসেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সোহিনী গুহ রায়। অর্থাৎ ‘গঙ্গারাম’ ধারাবাহিকের মূল মহিলা চরিত্রে যাঁকে দেখা গিয়েছিল তিনিই। সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি তাঁর স্বামীর বনিবনা হচ্ছে না। মাত্র মাস খানেক আগেই রটে গিয়েছিল বিচ্ছেদের গুজব। শোনা যাচ্ছিল তাঁরা নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। যদিও এদিন দিদির মঞ্চে এসে সম্পূর্ণ অন্য কথা শোনেন নায়িকা।

মাস খানেক আগেই শোনা গিয়েছিল সোহিনী নাকি তাঁর স্বামীর সঙ্গে থাকছেন না। আলাদা থাকছেন। এমনকি তিনি ইনস্টাগ্রাম থেকে তাঁর স্বামী কল্লোল চৌধুরীকে আনফলো করেছেন। কল্লোলও তাঁকে আর ‘ফলো’ করতে আগ্রহী নন বলে একই কাজ তিনি করেন। তার বেশ কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্কের সুতো ক্রমশই ছিঁড়ছে। সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু এই ইনস্টায় আনফলো করার বিষয়টা যেন 'আনঅফিসিয়ালি' অফিসিয়াল ঘোষণা করে দিয়েছিল। কিন্তু একি! মাস ঘুরতেই দিদির মঞ্চে এসে যে একদম অন্য কথা বললেন ‘গঙ্গারামের’ টায়রা।

‘দিদি নম্বর ১’ -এ এলে রচনা সোহিনীকে বলেন তাঁর শাশুড়ি তো এত ভালো, তাহলে নিশ্চয় তাঁকে কোনও কাজ করতে হয় না। উত্তরে অভিনেত্রী বলেন, তাঁর শ্বশুর বাড়ি বর্ধমানে। কলকাতায় তিনি এবং তাঁর স্বামী থাকেন। এরপরই রচনা পাল্টা প্রশ্ন করে তাঁকে বলেন, তাহলে নিশ্চয় অনেক দায়িত্ব নিতে হয় তাঁকে? তাতে অভিনেত্রী সাফ জানান, না। তাঁদের হাউজহেল্প আছে। যদিও তাঁকে বা তাঁর স্বামীকে 'অ্যাডজাস্ট' করতে হয়। কিছু কিছু কাজ করতে হয়। তাঁর কথায় 'আমরা সবাই একটু অ্যাডজাস্ট করে চলি।' তাঁর উত্তরেই রচনা বুঝেই যান সবটা। মশকরা করে বলেন, 'বুঝেছি তুমি খালি কাজ করো আর বাড়ি যাও, তোমার বরই বেশি অ্যাডজাস্ট করে।'

এদিনের পর্বের এই ক্লিপ প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন ভক্তরা। এক ব্যক্তি বলেন, 'যত্ত ভুলভাল। বরের থেকে আলাদা থাকে, সেসব লুকোতে গল্প দিচ্ছে এখন।'

বন্ধ করুন