বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush Hazra: ‘মির্জা’ শুরু হতে না হতেই ছন্দপতন, মাঝপথেই কি ছবির কাজ বন্ধ করলেন অঙ্কুশ?

Ankush Hazra: ‘মির্জা’ শুরু হতে না হতেই ছন্দপতন, মাঝপথেই কি ছবির কাজ বন্ধ করলেন অঙ্কুশ?

মির্জার কাজ স্থগিত থাকবে, জানালেন অঙ্কুশ। (ছবি সৌজন্যে - টুইটার)

মির্জা নিয়ে একটা খারাপ খবর দিলেন অঙ্কুশ হাজরা শনিবার সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি ছবির কাজ বন্ধ হয়ে গেল?

মাসকয়েক আগেই ঘটা করে নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মির্জা’র কথা ঘোষণা করেছিলেন অঙ্কুশ হাজরা। তাঁর প্রযোজনা সংস্থার নাম ‘অঙ্কুশ মোশন পিকচার্স’। তবে মির্জা বানানোর জন্য হাত মিলিয়েছিলেন ‘নেক্সটজেন ভেঞ্চারস’-এর সঙ্গে। তবে কদিন যেতে না যেতেই ছন্দপতন। পরিষ্কার জানিয়ে দিলেন আর একসঙ্গে কাজ করবেন না। 

শনিবার সকালে অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘নেক্সটজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কিছু অভ্যন্তরীণ মত-পার্থক্যের কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে কোনও ভাবে একত্রিত হবে না। মির্জার কাজ আপাতত স্থগিত থাকবে।’

তাহলে কি ‘মির্জা’ বানানো হবে না?  আনন্দবাজারকে অঙ্কুশ জানিয়েছেন, ‘মির্জা হবে। সেই কাজ বন্ধ হবে না। কিন্তু নেক্সট জেন ভেঞ্চার্সের সঙ্গে আর কোনও কাজ করব না। ওদের সঙ্গে আমি আর কোনও যোগাযোগ রাখব না।’

কী হয়েছিল তা খোলসা করতে চাননি অঙ্কুশ। শুধু বলেছেন, ‘অনেক বিষয়েই মতের মিল হচ্ছিল না। তাই এই সিদ্ধান্ত।’

এদিকে 'মির্জা'র টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একেবারে নতুন রূপে অঙ্কুশকে দেখতে পাবে দর্শক সেখানে। ভালো-খারাপের সংজ্ঞা গুলিয়ে দেবে মির্জা, মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয় প্রশ্ন তুলবে। ২০২৩ সালের ইদের ছুটিতে আসার কথা ছিল। তবে প্রযোজনা সংস্থা মাঝপথে হাত ছাড়ায় হয়তো মুক্তির তারিখ বদলে যেতে পারে।

এদিকে নেক্সটজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে হাত মিলিয়ে আরও একটা সিনেমা ঘোষণা করেছিলেন অঙ্কুশ, ‘বেঙ্গল পুলিশ’। এই ছবির ভাগ্যে কী আছে এখন সেটাই দেখার। 

বন্ধ করুন