বাংলা নিউজ > বায়োস্কোপ > Atish Bhattachrya arrested: লিভ ইন সঙ্গীকে ঘরে আটকে রেখে মারধর-কমড়! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার টলি অভিনেতা

Atish Bhattachrya arrested: লিভ ইন সঙ্গীকে ঘরে আটকে রেখে মারধর-কমড়! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার টলি অভিনেতা

গ্রেফতার টলিউড অভিনেতা, অতীশ ভট্টাচার্য (ছবিটি প্রতীকী)

Atish Bhattachrya arrested: লিভ ইন পার্টনারকে ঘরবন্দি করে রেখে মারধর-কামড়। বিকৃত যৌনচারের অভিযোগে গ্রেফতার টলিউড অভিনেতা, অতীশ ভট্টাচার্য। 

সহবাস সঙ্গীকে মারধর, যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার টলিউড অভিনেতা। অতীশ ভট্টাচার্যের (Atish Bhattacharya)-র বিরুদ্ধে হরিদেবপুর থানায় থানায় অভিযোগ দায়ের করেন তাঁর লিভ ইন পার্টনার। ‘সিআইডি’র বাংলা সংস্করণের পরিচিত মুখ অতীশ। তাঁর সঙ্গীও উঠতি মডেল। পুলিশ সূত্রে খবর, গত ২৯শে জানুয়ারি নেতাজিনগরের বাড়িতে জোর করে সঙ্গীকে আটকে রেখেছিল অতীশ। শুধু তা-ই নয়, অতীশের বিরুদ্ধে মারধর-যৌন নির্যাতনের অভিযোগও এনেছে মডেল। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতীশকে। জানা গিয়েছে, অতীশ কবীর সুমনের বাড়ির বাসিন্দা, অন্তত পুলিশের নথিতে সেই উল্লেখ রয়েছে।

দীর্ঘ ছয় মাস ধরে অতীশের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই মডেল। ভালোবেসেই অতীশের সঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তিনি। তবে নির্যাতিতার অভিযোগ এই দীর্ঘ ছয় মাসে নানাভাবে অতীশ তাঁর উপর অত্যাচার চালিয়েছে। চড় থেকে শুরু করে লাথি, ঘুষি এমনকী অতীশ তাঁকে কামড়ে দিতেন বলেও অভিযোগ ওই মডেলের। পুলিশ নালিশ করলে ফল ভুগতে হবে, এমন হুমকিও আসত লাগাতার। বহুবার জোর করে সঙ্গীকে ঘরবন্দি করে রাখত সে এমন অভিযোগও রয়েছে।

<p>গ্রেফতার অতীশ ভট্টাচার্য (ছবি-ফেসবুক)</p>

গ্রেফতার অতীশ ভট্টাচার্য (ছবি-ফেসবুক)

অতীশের অত্যাচারে প্রাথমিকভাবে অসুস্থ ওই মডেলকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতার শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মুখের একাধিক জায়গায় কালশিটে দাগ রয়েছে, শরীরে বহু দাঁতের গভীর ক্ষত রয়েছে। বিকৃত যৌনচার-সঙ্গীকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অতীশকে। বুধবার তাঁকে আলিপুর আদালতে তোলা হবে।

আরও পড়ুন- উঁকি দিচ্ছে ফোলা পেট! ‘আমি.. প্রেগন্যান্ট’, জানালেন উরফি, সন্তানের বাবা কে?

বাংলা সিআইডি সিরিয়ালে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অতীশ। এছাড়াও হিন্দিতে কালার্স চ্যানেলের ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘জানে ক্যায়া হোগা রামা রে’র মতো সিরিয়ালে কাজ করেছেন অতীশ।

আরও পড়ুন-'শাহরুখ কোনও অভিনেতা নন…', পাঠানকে নিয়ে আর কী বললেন ‘জিম’ জন আব্রাহাম?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

বন্ধ করুন