এখন দেশ জুড়ে 'পুষ্পা রাজ'। আর এই ‘পুষ্পা’-এর ক্যারিশমায় মুগ্ধ টলিউডের সুপারস্টার জিৎও। তিনিও আর ৫ জন পুষ্পা-ভক্তের মতো ইতিমধ্যেই দেখে ফেলেছেন ‘পুষ্পা ২: দ্য রুল’। ছবি নিয়ে তাঁর প্রতিক্রিয়াও ভাগ করে নিয়েছেন এক্সে পোস্টের মাধ্যমে। আর এবার তাঁর সেই প্রতিক্রিয়ার পাল্টা ধন্যবাদ দিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
ছবি দেখে মুগ্ধ জিৎ এক্স-এ একটি পোস্ট করে লেখেন ‘পুষ্পা ২ দেখলাম। আমি সত্যিই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ছবির সব কলাকুশলী অসাধারণ কাজ করেছেন। আরও একবার আল্লু অর্জুন প্রমাণ করেলেন যে তিনিই দেশের সেরা ট্যালেন্ট। হ্যাটস অফ সুকুমার গারু (বাংলায় সুকুমার দা) এত অসাধারণ লেখা ও পরিচালনার জন্য… সত্যি মাস্টার পিস। এই ছবি দেখতেই হবে।'
আরও পড়ুন: ফের বিতর্কে আল্লুর ছবি, ‘পুষ্পা ২'-এ ক্ষত্রিয়দের অপমান! প্রযোজককে বাড়িতে গিয়ে মারধরের হুমকি
জিতের এই পোস্ট নজর এড়ায়নি আল্লুর। তিনি এই পোস্ট দেখে জিৎকে পাল্টা ধন্যবাদ দিয়ে লেখেন, ‘জিৎ গারু (বাংলায় জিৎ দা)!! অসংখ্য ধন্যবাদ আপনাকে মন থেকে এত প্রশংসা করার জন্য। আপনার আমাদের ছবি ভালো লেগেছে জেনে আমিও সত্যি খুব খুশি হলাম। আপনার ভালবাসায় আমি আল্পুত।’
৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। বৃহস্পতিবার নির্মাতারা ছবিটি মুক্তি দেওয়ার পর থেকেই সিনেমা হলগুলিতে সব শো ‘হাউসফুল'।
আরও পড়ুন: 'বাদ মদ-মাংস' ইন্দোর কনসার্টে বজরং দলের নিষেধাজ্ঞা মেনে নিলেন দিলজিৎ
'পুষ্পা ২'- এর টিমের রিপোর্ট অনুসারে, ছবিটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ভারতীয় মুদ্রায় ২৯৪ কোটি টাকা আয় করেছে। এই বিশাল কালেকশন নিয়ে 'পুষ্পা ২' বলিউডে শাহরুখ খানের 'জওয়ান' -এর প্রথম দিনের রেকর্ডও ভেঙে দিয়েছে। এটি ‘আরআরআর' -এর ১৫৬ কোটি টাকার রেকর্ড ভেঙ্গে সর্বকালের বৃহত্তম ডোমেস্টিক ওপেনার সিনেমা হয়ে উঠেছে।
সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকারস এবং মুত্তামসেটি মিডিয়া দ্বারা প্রযোজিত এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন অল্লু অর্জুন। তিনি ছাড়াও এই ছবিতে ‘শ্রীবল্লী’র ভূমিকায় রয়েছেন রশ্মিকা মন্দান্না এবং ফাহাদ ফাসিল রয়েছেন 'ভানওয়ার সিং শেকাওয়াত'-এর ভূমিকায়।
'পুষ্পা' প্রথম পার্টে প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য অল্লু অর্জুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সুকুমার পরিচালিত 'পুষ্পা'-এর প্রথম অংশে লাল চন্দন কাঠের চোরাচালানের পটভূমিতে গল্প দেখানো হয়েছিল।