Jeet europe trip: গত বছরের শেষে সপরিবারে ইউরোপ ট্রিপে টলিউড সুপারস্টার জিত ছবি শেয়ার করলেন স্ত্রী মোহনা এবং মেয়ে নবন্যার সঙ্গে। দেখুন-
1/5ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি বেশ পারিবারিক মানুষ টলিউড অভিনেতা জিৎ। কাজের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন অভিনেতা। ২০২২-এর শেষে সপরিবারে ইউরোপ বেড়াতে গিয়েছেন। সেই ঝলকই শেয়ার করেছেন ইনস্টাগ্রামের পাতায়। (ছবি ইনস্টাগ্রাম)
2/5স্ত্রী মোহনা এবং একমাত্র মেয়ে নবন্যার সঙ্গে নতুন বছরের প্রথম দিনগুলি বিদেশেই কাটিয়েছেন এই টলিউডের সুপারস্টার। সিনমা, পরিবার আর স্টারডম নিয়েই তাঁর জীবন।
3/5কখনও সাদা বরফে ঢেকে থাকা পাহাড়ের উপর দাঁড়িয়ে স্ত্রী-মেয়ের সঙ্গে ছবি তুলেছেন অভিনেতা, আবার কখনও বিদেশের শপিং কমপ্লেক্সের বাইরে সেলফিতে মজে তাঁরা।
4/5দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বড় পর্দায় ঝড় তুলেছেন জিৎ। বিদেশে বেড়াতে যাওয়ার ছবিগুলি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘ইউরোপ ট্রিপের থেকে ছবি দিলাম।’
5/5জিতের পরবর্তী ছবি 'চেঙ্গিজ'। ‘রাবণ’-এর পর ফের বড় পর্দায় ‘চেঙ্গিজ’ হয়ে ফিরছেন তিনি। শ্যুটিং সেট থেকে নিজের লুক প্রকাশ্যে এনেছেন অভিনেতা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির পর জিৎ-এর ছবি একটিমাত্র ছবি মুক্তি পয়েছে প্রেক্ষাগৃহে, রাবণ।