৪ সেপ্টেম্বর ফের রাত দখলের কর্মসূচিতে যোগ দিলেন টলিউডের একাধিক অভিনেতা। তনুশ্রী চক্রবর্তী থেকে রুকমা রায় সহ একাধিক অভিনেতাকে এদিন সহ নাগরিকদের সঙ্গে পথে নেমে ‘ we want justice ’ স্লোগান তুলতে দেখা যায়।
আরও পড়ুন : ‘ইসলামোফোবিয়া আবার বেড়ে না যায়’, ২৫ বছর আগে কান্দাহারে প্লেন হাইজ্যাকের সময় কী ভেবেছিলেন নাসিরুদ্দিন?
কোন কোন তারকা পথে নামলেন এদিন?
গায়ক সপ্তক সানাই দাস এদিন তাঁর স্কুলের বন্ধুদের সঙ্গে হাজরা মোড়ের রাত দখলে যোগ দেন। গানে গানে ভরিয়ে তোলেন রাত। একই জমায়েতে দেখা মিলল সৌরভ পালোধির। পথে স্লোগান থেকে ছবি আঁকায় হাত লাগানো হোক বা স্লোগান তোলা সবেতেই অংশ নিলেন পরিচালক।
অন্যদিকে রুবিতে এদিন যোগ দেন মীর আফসার আলি। সেখান থেকে একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেন মীর। তোলেন We want justice স্লোগান ।
যাদবপুর ৮ বিতে এদিন নবারুণ বসু সহ একাধিক গায়ককে দেখা যায় রাত দখলের কর্মসূচিতে। ঋতুপর্ণা সেনগুপ্ত শ্যামবাজারের জমায়েতে যোগ দিতে যান। কিন্তু সেখান থেকে তাঁকে একপ্রকার চলে যেতে বাধ্য করা হয়। এদিন শ্যামবাজার ঋতুপর্ণাকে ফেরালেও সেই একই জমায়েতে বন্ধু সোহমের সঙ্গে যোগ দেন শোলাঙ্কি রায়
রুকমা রায় এদিন পথে নামেন। বাদ যাননি টলিউডের আরও এক খ্যাতনামা অভিনেত্রী তনুশ্রী রায়। তাঁদের দুজনকেই সহনাগরিকদের সঙ্গে হাততালি দিয়ে স্লোগান দিতে দেখা যায়। মিমি চক্রবর্তী এদিন রাত দখলে যোগ দিয়েছিলেন। তিনিও তনুশ্রীর সঙ্গে যাদবপুরের জমায়েতে যোগ দেন। একই সঙ্গে এখানে অংশ নিয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'এই লড়াই কেবল ডাক্তার ভাই বোনেদের নয়, তিলোত্তমার পরিবারের নয়। লড়াইটা প্রত্যেক মেয়ের। লড়াইটা তাঁদের সবার যাঁদের মেয়ে আছে।' এই একই জায়গায় দেখা যায় উষসী চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়কেও।
অন্যদিকে গীতা এলএলবি ধারাবাহিকের একাধিক কলাকুশলীকে পথে নামতে দেখা যায়। নায়ক কুণাল শীল সহ একাধিক অভিনেতাকে স্লোগান দিতে দেখা যায় পথে।
আরও পড়ুন : 'অকাল দীপাবলি…', আচমকাই শহর ডুবল অন্ধকারে, শহরের প্রতিবাদের নতুন ভাষা দেখে মুগ্ধ ইমন - পিঙ্কি - রাহুলরা
আরও পড়ুন : শ্যামবাজারে রাত দখলে সামিল হতে এসে জনরোষের শিকার ঋতুপর্ণা, গাড়ি ধাক্কা দিয়ে চলে 'গো ব্যাক' স্লোগান
শ্রীলেখা মিত্র এদিন জুনিয়র চিকিৎসকদের মিছিলে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি লাভলি মৈত্রর দেওয়া হুমকিকে কটাক্ষ করেন। একই সঙ্গে চিকিৎসকদের আবেদন করেন যাতে তাঁরা এমন জনপ্রতিনিধিদের চিকিৎসা না করেন আর।