Tollywood: সোহিনী সরকার থেকে অনির্বাণ চক্রবর্তী সহ একাধিক টলি পাড়ার অভিনেতারা বেনারসে পাড়ি জমিয়েছিলেন এবার। তালিকায় কারা কারা আছেন আসুন দেখে নেওয়া যাক।
1/6নতুন বছরের শুরুতে তীর্থে মজেছেন টলি সেলেবরা। কেউ বছরের শেষে, কেউ আবার বছরের শুরুতে পাড়ি জমিয়েছিলেন শিব ঠাকুরের আপন ভূমি, বেনারসে। তালিকায় আছেন সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তী, সহ একাধিক তারকারা।
2/6সোহিনী সরকার গত বছরের একদম শেষ দিকে বেনারস গিয়েছিলেন। মন্দিরের পুজো দেওয়া থেকে ঘাটে বসে ছবি তুলতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, গঙ্গার পাড়ে বসে তাঁকে তিলক কাটতে দেখা যায়।
3/6সাদা লাল পাড় শাড়ি পরে মোহময়ী বেশে ধরা দেন তিনি। দশাশ্বমেধ ঘাটের কাছে তাঁকে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়।
4/6তবে সোহিনী একা নন। ব্যোমকেশ ঘরণীর সঙ্গে একেন বাবুকেও দেখা যায় বেনারস ঘুরতে যেতে। যদিও তাঁরা আলাদাই গিয়েছিলেন। গঙ্গার ঘাটে বসে হাসিমুখে পোজ দেন একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী।
5/6অন্যদিকে অঙ্কিতা চক্রবর্তীকেও তাঁর স্বামীর সঙ্গে বেনারস ঘুরতে যেতে দেখা যায়। নৌকোয় চড়ে দারুন সমস্ত রিলস বানিয়ে তিনি সেগুলো সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁকে বেনারসের অলিগলি ঘুরে বাহারি পোজে ছবি তুলতে দেখা যায়।
6/6কিছুদিন আগেই অঙ্কিতা এবং প্রতীকের বিয়ের এক বছর পূর্ণ হল। হয়তো বিবাহবার্ষিকী উদযাপন করতেই এই টলি জুটি বেনারসে পাড়ি জমিয়েছিলেন।