বাংলা নিউজ > বায়োস্কোপ > Shatarupa-Keya Seth: ‘নকল শাড়ি’ বিক্রি! শতরূপা সান্যালের সঙ্গে ঝামেলায় কেয়া শেঠ, ‘আগে মাকে শেখাও’ পরামর্শ চিত্রাঙ্গদাকে

Shatarupa-Keya Seth: ‘নকল শাড়ি’ বিক্রি! শতরূপা সান্যালের সঙ্গে ঝামেলায় কেয়া শেঠ, ‘আগে মাকে শেখাও’ পরামর্শ চিত্রাঙ্গদাকে

শাড়ি নিয়ে ঝামেলায় শতরূপা সান্যাল ও কেয়া শেঠ।

শতরূপা সান্যালের অভযোগ কেয়া শেঠ এক্সক্লুসিভের তরফ থেকে নকল শাড়ি দেওয়া হয়েছে তাঁকে। এই নিয়ে একটি লম্বা পোস্টও করেন তিনি সোশ্যাল মিডিয়াতে। আর যা নিয়ে আবার জবাব দিয়ে ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন কেয়া শেঠ নিজে।

একদিকে আরজি কর নিয়ে উত্তাল গোটা বাংলা। তারই মাঝে বাংলারই দুই তারকা জড়ালেন বিতর্কে। আর এর মূলে রয়েছে একটি শাড়ি। ঋতাভরী চক্রবর্তীর মা, অভিনেত্রী-পরিচালক শতরূপা সান্যাল একটি শাড়ি কিনেছেন কেয়া শেঠস এক্সক্লুসিভ থেকে। আর তাঁর অভযোগ নকল শাড়ি দেওয়া হয়েছে তাঁকে। এই নিয়ে একটি লম্বা পোস্টও করেন তিনি সোশ্যাল মিডিয়াতে। আর যা নিয়ে আবার জবাব দিয়ে ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন কেয়া শেঠ নিজে। তিনিও একগুচ্ছ অভিযোগ তুলেছেন শতরূপা সান্যালের দিকে।

শতরূপা সান্যালের ফেসবুক পোস্ট:

শতরূপা লেখেন, কেয়া শেঠস এক্সক্লুসিভ থেকে তিনি একটি বোমকাই শাড়ি কিনেছিলেন। আর তাতেই ঠকে গিয়েছেন। ডিসকাউন্ট দিয় তাঁর থেকে ৫ হাজার টাকা নিয়ে নকল মাল পাঠিয়েছে। শতরূপার কথায়, ‘টার দাম হয়তো ১০০০ টাকাও হবেনা। সুতরাং, কাস্টমার কেয়ারে তৎক্ষণাৎ জানালাম, এটা নকল, ফেরত দিতে চাই। তারা মেইলে ও ফোনে জানালো- ফেরৎ হয়না! বদলও হয়না!! পলিসি তাদের এ রকমই। লোক ঠকানোর কী নির্লজ্জ ধান্দা! আমার পুরো টাকাটাই জলে!’

তিনি আরও লেখেন, ‘আমারও দোষ আছে বৈকি! বহু বিজ্ঞাপিত ব্র্যান্ডকে একটুও না সন্দেহ করে জিনিস কেনা এবং এত বেশি ডিসকাউন্টের ব্যাপারটায় বিশ্বাস করা! নইলে,ওই টাকায় নকল বোমকাই-ই তো মিলবে। কিন্তু, প্রশ্ন হচ্ছে যে, সেটা কিন্তু বিক্রেতার আগেই জানিয়ে রাখার কথা। পুজোর সময় কম বেশি কেনাকাটি সকলেই করবে, জানা কথা। আমি শুধু তোমাদের সতর্ক করে দিলাম, এই বিক্রেতাদের সম্পর্কে। তোমরা অন্যদেরও সতর্ক করে দিও।’

শতরূপার এই পোস্টে কমেন্ট করেন মেয়ে চিত্রাঙ্গদাও। তিনি লেখেন, ‘ওদেরকে ট্যাগ করো’। তাতে অভিনেত্রীর জবাবা, ‘আমি তো ট্যাগ করতে পারি না রে মা…’

কেয়া শেঠের জবাব:

শতরূপার কাছ থেকে এই ফেসবুক পোস্ট আসতে না আসতেই, নিজের বক্তব্য ভিডিয়ো করে সামনে আনেন কেয়া। সেখানে কার্যত তিনি একহাত নিয়েছেন শতরূপা, চিত্রাঙ্গদাকে। তাঁর পালটা অভিযোগ, সাইটেই শাড়ির বিবরণীতে লেখা ছিল এটি ‘আসল নয়’। তাই সেটা না দেখে, শাড়ি অর্ডার করা শতরূপারই ভুল। এমনকী, চিত্রাঙ্গদাকে তিনি পরামর্শ দেন, মাকে ট্যাগ করা শেখানোর সঙ্গে সঙ্গে তিনি যেন, শাড়ির এসব বিবরণীও ভালো করে বুঝিয়ে দেন তাঁদের মা-কে।

কেয়াকে আরও বলতে শোনা যায়, বহুবছর আগে তাঁর কাছে শতরূপা এসেছিলেন সিনেমার স্ক্রিপ্ট নিয়ে গল্প শোনাতে, প্রযোজক হওয়ার জন্য অনুরোধ নিয়ে। তাই তাঁর ফোন নম্বর আছে, শতরূপার কাছে। তাও তাঁকে সরাসরি ফোন না করে, এভাবে সোশ্যাল মিডিয়ায় ‘কুৎসা’ তাঁর ব্র্যান্ডের ভাবমূর্তির ক্ষতি!

সঙ্গে কেয়া আরও বলেন, তাঁর ব্র্যান্ডে রিটার্নের কোনও অপশন নেই, যদি না শাড়ি ছেড়াফাঁটা বেরোয়। তবুও শতরূপা ও তাঁদের দুই তরফে কিছু মেইল চালাচলির পর তাঁদের থেকে প্রস্তাব এসেছিল, শো রুমে এসে শাড়ি বদলে নিয়ে যাওয়ার। এরই মাঝে এরকম ফেসবুক পোস্ট আসতে পারে, তা তিনি ভাবেননি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শাড়ি নয়, একদম অন্য সাজে মুম্বইয়ের দুর্গা মণ্ডপে সুস্মিতা! সঙ্গে প্রেমিক ও মেয়ে হরিয়ানায় BJP-কে সমর্থন সাবিত্রী জিন্দাল- সহ আরও ২ নির্দল বিধায়কের, আসন বেড়ে ৫১ অমলেট ভাজা নিয়ে বচসা, সহকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল নিরাপত্তারক্ষী অনলাইনে দড়ি অর্ডার, তারপর আত্মঘাতী IIT কানপুরের পড়ুয়া ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর IPL 2025 Auction-এর আসরে রোহিত শর্মা নামলে কী হবে? ভবিষ্যদ্বাণী করলেন হরভজন সিং SCO সম্মেলনের আগে রক্তে ভিজল পাকিস্তানের মাটি, জঙ্গি হামলায় মৃত ২০

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.