বুধবার রাতেই জানা গিয়েছিল করোনায় আক্রান্ত দিতিপ্রিয়া রায়ের গোটা পরিবার। বৃহস্পতিবার সামনে এল জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর অন্যতম মুখ্য চরিত্র মানসী সেনগুপ্তর করোনা পজিটিভ আসার খবর।
ভরত কল থেকে শুরু করে, শ্রুতি দাস, চৈতি ঘোষাল, অনামিকা সাহা, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়– একে একে সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। বলিউডের মতো টলিউডেও এখন করোনার কালো ছায়া। সব রকমের নিয়ম মেনে কাজ করেও আটকানো যাচ্ছে না করোনাকে।
যদিও বেশ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন মানসী। ইতিমধ্যে দশ দিন পার হয়ে গিয়েছে। আর ৩-৪ দিন পর ফের টেস্ট করাবেন। রিপোর্ট নেগেটিভ এলে সেটে ফিরবেন।
মানসীর আগে কোভিড পজিটিভ পয়েছেন তাঁর স্বামীও। তারপর কোমরে ব্যথা, দুর্বল বোধ হওয়ায় করোনা পরীক্ষা করান মানসী। রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। তবে, খাবারের রুচি একেবারেই নেই।