বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন টলি অভিনেত্রী মেঘনা হালদার। তাঁর অভিযোগ বলিউডে পা রেখেই খারাপ অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। শ্য়ুটিং সেটে মেঘনা পরেছিলেন স্কার্ট, আর শট দেওয়ার মাঝে রাজপাল যাদবের হাত পৌঁছে গিয়েছিল মেঘনার ঊরুতে। ছেড়ে দেওয়ার পাত্রী নন মেঘনাও। প্রকাশ্যেই রাজপালকে কষিয়ে থাপ্পড় মারেন তিনি। কিন্তু তারপর?
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী মেঘনা হালদার জানাচ্ছেন, ওই ঘটনার পর সেদিন আর শ্যুটিং করেননি তিনি। পরদিন আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাঁর। মেঘনা হালদার বলেন, ‘একটা দৃশ্যে আমার টাই (গলাবন্ধ) ধরে টানার কথা ছিল রাজপাল যাদবের। উনি এত জোরে টানতে শুরু করেন যে আমার গলায় টান লাগছিল। উনি দাবি করে নাকি মজা করে আমার ঊরুতে হাত দিয়েছিলেন। সত্য়িই কি মজা করে কেউ এমন করেন?’
আরও পড়ুন-ঠিক কী কারণে একসময় বোন তনিশার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, মুখ খুললেন কাজল
আরও পড়ুন-দিনক্ষণ সব পাক্কা, নতুন বছরেই সাতপাক ঘুরবেন শ্বেতা-রুবেল, বিয়েটা কবে?
তবে শুধু বলিউডে গিয়ে নয়, টলিপাড়াতে কাজ করতে গিয়েও খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে মেঘনাকে। তিনি জানান, ‘তিথির অতিথি’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েও খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেসময়ও এক সহ-অভিনেতাকে বিরক্ত হয়ে চড় মেরে বসেছিলেন অভিনেত্রী। বহু বছরের কেরিয়ারে নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন মেঘনা হালদারকে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘শাপমোচন’ থেকে জিৎ-এর ‘সাথীহারা’, দেবের ‘অগ্নিশপথ’-এর মতো সিনেমাতে অভিনয় করেছেন মেঘনা হালদার। নায়িকার চরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। আবার বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন তিনি। স্টার জলসা, জি বাংলার একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে জনপ্রিয় টিভি সিরিয়াল গীতা এলএলবি-তে 'রাকা'র চরিত্রে দেখা যাচ্ছে মেঘনাকে।
আবার অভিনয় দুনিয়ায় কাজের পাশাপাশি নিজের নতুন ব্যবসাও শুরু করেছেন অভিনেত্রী। ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে কাজ করছেন তিনি।