বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupsa Chatterjee: নতুন করে প্রেমে পড়েছেন রূপসা, আগামী বছরই বিয়ের পিঁড়িতে অভিনেত্রী! পাত্র কে

Rupsa Chatterjee: নতুন করে প্রেমে পড়েছেন রূপসা, আগামী বছরই বিয়ের পিঁড়িতে অভিনেত্রী! পাত্র কে

২০২৩ সালে বিয়ে করবেন বলে জানিয়েছেন রূপসা চট্টোপাধ্যায়

Rupsa Chatterjee: নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন রূপসা চট্টোপাধ্যায়। প্রথম দেখাতেই ভালোলাগা, কীভাবে পরিচয় তাঁদের?

বাংলা টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’ অভিনেত্রীর জীবনে এসেছে নতুন মানুষ। রূপসার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আরও একটি সুখবর রয়েছে রূপসা-ভক্তদের জন্য। নতুন বছর অর্থাৎ ২০২৩ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

রূপসার মনের মানুষের নাম সায়নদ্বীপ সরকার। বিনোদন জগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই সায়নদ্বীপের। তিনি কর্পোরেট সেক্টরে কর্মরত। দেড় মাস আগের কথা। এক বন্ধুর ঘরোয়া পার্টিতেই নাকি সায়নদ্বীপের সঙ্গে প্রথম আলাপ রূপসার। আর প্রথম দেখাতেই ভালো লাগা তৈরি হয়ে যায়। জীবনে নতুন মানুষের আগমণে নাকি একে অপরের সঙ্গে বেশ ভালোই সময় কাটছে তাঁদের।

আরও পড়ুন: বলিউডে ডেবিউ করছে সলমনের ভাগ্নি আলিজেহ, কোন ছবিতে অভিনয় করবেন

এক সংবাদমাধ্যমকে রূপসা জানিয়েছেন, ‘কী করে যে ঘটে গেল কে জানে! সবাই বলছে বেশ মিষ্টি লাগছে। একটু ভয়ও লাগছে সবাই এত ভালো বলছে তো, তাই।’ নতুন সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করতে চান না অভিনেত্রী। জানিয়েছেন, সায়নদ্বীপের সঙ্গেই নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন।

ইন্ডাস্ট্রির কোনও মানুষের সঙ্গে আর প্রেম নয় সাফ কথা রূপসার। অভিনেত্রী জানিয়েছেন, সায়নদ্বীপের সঙ্গে খুশি আছেন। ২০২৩ সালের শুরুর দিকে বাগদান পর্ব সেরের ফেলার পরিকল্পনা রয়েছে তাঁদের। আগামী বছর শেষের দিকেই বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা।

বন্ধ করুন