অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের প্রেমের খবর ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে, নতুন বছরে যে গাঁটছড়া বাঁধার প্ল্যান রয়েছে তাও সকলেরই জানা। এবার বিয়ের দিনক্ষণ এল প্রকাশ্যে। আর সবটাই ফাঁস করলেন টলিউডের সুন্দরী অভিনেত্রীর হবু বর সায়নদীপ সরকার।
মঙ্গলবারই সায়নদীপ সোশ্যাল মিডিয়ায় দুজনের একটা ছবি শেয়ার করে জানান, ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি বাগদান হওয়ার কথা রয়েছে। সম্ভবত ওইদিনই সইসাবুদও করে ফেলবেন। মানে হয়ে যাবে আইনি বিয়ে। আর বছরের শেষের দিকে বেশ ধুমধাম করেই হবে সামাজিক বিয়ে বলে খবর। তিনি লিখলেন, ‘১৪ ফেব্রুয়ারি ২০২৩-এই তাহলে… হ্যালো মিসেস সরকার’। এই পোস্টের সঙ্গে আংটি আর ওয়াইন গ্লাসের ইমোজি শেয়ার করে নিয়েছেন সায়নদীপ।
বাংলায় একাধিক কাজ করেছেন রূপসা। বিশেষ করে ওটিটি-র পরিচিত মুখ। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’ ছবিতে। তবে রূপসার প্রেমিক সায়নদ্বীপের সঙ্গে বিনোদন জগতের কোনও সম্পর্ক নেই। বরং, কর্পোরেট জগতে কাজ করেন তিনি। এক ঘরোয়া পার্টিতে আলাপ হয় দুজনের। প্রথম দেখাতেই ভালোলাগা। আর জলদিই তা গড়াল বিয়ের পিঁড়িতে। রূপসা আরও জানান, ‘কী করে যে এত কিছু হয়ে গেল কে জানে! সবাই বলছে খুব মিষ্টি লাগছে দেখতে। সবাই এত ভালো বলছে তো তাই বেশ ভয়ও লাগছে।’ চার হাত এক হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
সোশ্যাল মিডিয়ায় সায়নদীপের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রূপসা ইতিমধ্যেই। আর তাতে কমেন্টও করেছেন তাঁর ভক্তরা। সবাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছে আগামীর। তাতে সামিল আছে টলিউডের বেশকিছু কো-স্টারও।
এর আগেও প্রেম এসেছে তাঁর জীবনে। তবে তা পরিণতি পায়নি। এবারে সেটাই হতে চলেছে। তাই ভালোলাগা-উদ্বেগ মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করছে। তবে শীতেও ফুরফুরে বসন্ত যে এসে গিয়েছে তা নিসন্দেহেই বলা যায়।