শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন গৌরী এল সিরিয়ালের অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। কিন্তু বাড়ি ফেরা হল না তাঁর। মাঝপথেই এক ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল তাঁর। জানা গিয়েছে অভিনেত্রীর বাড়ি বরানগরে। শ্যুটিং শেষ হওয়ার পর বাইক ট্যাক্সিতে করে ফিরছিলেন তিনি গতকাল রাতে। তখন একটি লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। এই পথ দুর্ঘটনাতে প্রাণ হারান তিনি। সূত্রের খবর পুলিশের তরফে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।
সুচন্দ্রাকে গৌরী এল ধারাবাহিকে দেখা যাচ্ছিল। শনিবার তাঁর শ্যুটিং ছিল রোজকার মতোই। সেদিন রাতেও শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন তিনি। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে বরানগর থানার ঘোষপাড়ার কাছে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। একটি লরি এসে অভিনেত্রীকে পিষে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে প্রাণ হারান সুচন্দ্রা।
বিটি রোডের মতো ব্যস্ত রাস্তায় এমন ভয়াবহ দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ যান চলাচলে সমস্যা তৈরি হয়। যানজট হয়ে যায়। যদিও পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের মতে অভিনেত্রী একটি বাইক ট্যাক্সিতে ছিলেন। এদিন একটি ছোট দুর্ঘটনা এড়াতে গিয়ে বড় দুর্ঘটনার কবলে পড়েন সুচন্দ্রা। একটি সাইকেল অভিনেত্রী যে বাইকে ছিলেন সেটার সামনে চলে আসে বরানগরের মোড়ের কাছে। তখন সেই সাইকেলকে বাঁচাতে বাইক চালক জোরে ব্রেক কষেন। এর ফলে অভিনেত্রী বাইক থেকে পড়ে যান। তখন পিছন থেকে একটি লরি এসে তাঁকে চাপা দিয়ে দেয়। মাথায় হেলমেট থাকা সত্বেও বাঁচানো যায়নি তাঁকে। বরং লরির চাপে হেলমেট ভেঙে গুঁড়িয়ে যায়।
জানা গিয়েছে বরানগর থানার পুলিশ যে লরিটি সুচন্দ্রাকে ধাক্কা মেরেছে সেটিকে আটক করে চালককে গ্রেফতার করেছে। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর পরিবার সহ টলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর অকাল প্রয়াণের খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন।