বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবন অভিযানের তৃতীয় দিন। বুধবারও কোনো সমাধান-সূত্র মেলেনি। ডাক্তার ও চিকিৎসক, দুই পক্ষই অনড়। স্নায়ুর টানটান লড়াই চলছে। এরই মাঝে সামনে এল এক মানবিক ঘটনা।
অভিনেত্রী সুদীপ্তা চট্টোপাধ্যায় ফেসবুকে শেয়ার করলেন বুধবার রাতের একটি ঘটনা। যা তিনি নিয়েছেন ডা. বিপ্রেশ চক্রবর্তীর কাছ থেকে। সুদীপ্তার শেয়ার করা এক পোস্টে লেখা, কীভাবে এক অসুস্থ মহিলা পুলিশের জীবন বাঁচান সেখানে উপস্থিত আন্দোলনর জুনিয়র ডাক্তাররা।
‘আজ রাত সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য ভবনের প্রতিবাদ স্থলে বিধাননগর পুলিশের একজন মহিলা পুলিশ কর্মী হাঁপানির তীব্রতায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। আমরা আন্দোলনরত ডাক্তাররা অবিলম্বে সেখানে গিয়ে তাঁকে পরীক্ষা করি। তাঁর সঙ্গে ইনহেলার ছিল না। আমি স্লোগান দিয়ে চলা ভিড়ের দিকে এগিয়ে যাই। উন্মত্তভাবে দৌড়ে গেলাম, মাইক ধরলাম এবং একটি LABA+ স্টেরয়েড সংমিশ্রণ ইনহেলার চাইলাম। একটা হাত বেরিয়ে এল, ইনহেলার নিয়ে। আমি এত তাড়াহুড়ো করছিলাম যে তার মুখও দেখা হয়নি। আমি আবার দৌড়ে গেলাম ওই মহিলাকে ইনহেলার দিতে। আমাদের একজন জুনিয়র নিজেই পুলিশ কর্মীকে যথাযথ ডোজ দিলেন। তারপর তিনি একটু সুস্থবোধ করতে থাকেন। এদিকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল যেখানে আমাদেরই মধ্যে থেকে দুজন তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেন।’
আরও পড়ুন: ‘এই সেই চটি-চাটা সৌরভ না’! ধর্ষণ-বিতর্ক অতীত, দাদাকে পাশে পেয়েই ‘গলে জল’ মহিলা!
‘সেখানে উপস্থিত সিনিয়র পুলিশ অফিসার আমার কাছে এসে আমার হাতটা শক্ত করে ধরে বলল, ‘ধন্যবাদ। তোমরা না থাকলে ওকে বাঁচানো মুশকিল চিলো। আবারো ধন্যবাদ।’ আমরা যাই করি না কেন, দিনের শেষে আমরা শুধু ডাক্তার’, আরও লেখা সেই পোস্টে।
আরও পড়ুন: সবাই চলে গেলেও বাবা-হারা মালাইকার অপেক্ষায় অর্জুন, গাড়িতে উঠিয়ে দিলেন প্রাক্তন বান্ধবীকে
একজন এই পোস্টের কমেন্টে লিখলেন, ‘এরপরও কিছু মানুষ ডাক্তারদের ভিলেন বানাচ্ছে’। দ্বিতীয়জন লেখেন, ‘এরপরও বলবেন ডাক্তাররা রাজনীতি করছে’। তৃতীয়জনের মন্তব্য, ‘মানবিকতার জয়... ডাক্তারদের অনেক শ্রদ্ধা’।
আরও পড়ুন: SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি! ভক্তকে দেখা দিলেন কিং?
সুদীপ্তা নিজেও এই পোস্ট শেয়ার করে দিলেন লাল হার্টের ইমোটিকন। সঙ্গে একটি মুষ্ঠিবদ্ধ পাঞ্জা। প্রথম থেকে আরজি করের ডাক্তারদের পাশে ছিলেন তিনি। ক্রমাগত আরজি কর নির্যাতিতার বিচার চেয়ে পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়াতে। পথেও নেমেছেন প্রায় রোজ। তাঁর প্রতিবাদের ভাষা অনুপ্রেরণা দিয়েছে বহু মানুষকে। এবারেও শহরের ডাক্তারদের মানবিকতার দিক তুলে ধরলেন তিনি।