বৃহস্পতিবার ৮ অগস্ট সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডি-র রোগী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ছিল বিছানায়। বিগত কয়েকবছর ধরে নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়েও রেখেছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ চলে গেলেন না ফেরার দেশে।
বাম-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেত্রী উষসী চক্রবর্তী এদিন শ্রদ্ধা জানালেন কমরেডকে। এবিপি আনন্দ-র কাছে স্মৃতিচারণ করে তাঁকে বলতে শোনা গেল, ‘আমি বুদ্ধমামা বলতাম। মাঝে মাঝে ওঁর কাছে বকাও খেয়েছি। স্বচ্ছতার রাজনীতি উনি করতেন উনি, সেটা যেন আমরা কখনো ভুলে না যাই’।
আরও পড়ুন: ‘আপনি চলে গিয়ে বেঁচে গেছেন…’! পিতৃহারা কমরেডরা, মন খারাপের পোস্ট শ্রীলেখার
ইতিমধ্যেই পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে নেমেছে জনতার ঢল। চোখের জলে ভাসছে অনুরাগীরা। শোকবার্তা এসেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও।
আরও পড়ুন: প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী চিরনিদ্রায়
টুইটবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ পাম এভিনিউ-র বাড়িতে আসেনও মমতা। এমনকী, বৃহস্পতিবার সব সরকারি অফিসের পূর্ণ দিবসের ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: শ্রান্ত পথিকের থামল লড়াই, স্মরণে বুদ্ধদেব ভট্টাচার্য
জানা যাচ্ছে, এদিন বেলা সাড়ে বারোটা পর্যন্ত পাম অ্যাভিনিউর বাড়িতেই থাকবে বুদ্ধদেববাবুর মরদেহ। তারপর দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে। রাতে সেখানে দেহ সংরক্ষণ করা হবে। শুক্রবার সকাল ১২ টায় দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। দিনভর সেখানেই থাকবে দেহ। বিকেল ৪ টেয় হবে শেষযাত্রা। দেহদান করানো ছিল তাঁর। সেই মতোই সব ব্যবস্থা নেওয়া হবে।