কোনও ভাবেই যেন টলিউডের অচলাবস্থা কাটানো যাচ্ছে না। সোমবার বিকেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের মিটিং বসে। কিন্তু তাতেও কাটে না জট। একদিকে যেমন পরিচালকরা নিজেদের জায়গায় অনড়, তেমনই আরেকদিকে টেকনিশিয়ানরা। আর এমন অবস্থাতেই উঠছে প্রশ্ন, তবে কি যতদিন না এই অচলাবস্থা কাটছে ততদিন কি বন্ধ থাকবে পছন্দের সমস্ত ধারাবাহিকের নতুন পর্বের শ্যুটিং?
সিরিয়ালের নতুন পর্বের সম্প্রচার বন্ধ হচ্ছে?
সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির মিটিংয়ের পর বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ পরিচালকদের আলোচনার পর আগামীকালও পরিচালকেরা ফ্লোরে যাবেন না এই সিদ্ধান্ত বহাল রইল। কারণ মিটিংয়ে ১২০ থেকে ১৩০ জন পরিচালক উপস্থিত ছিলেন। এবং সবাই একত্রে এই সিদ্ধান্ত সমর্থন করেছেন! কারণ তাঁরা সম্মানের সঙ্গে কাজ করতে চান।
আরও পড়ুন: পাশাপাশি বসে করণ অর্জুন দেখছেন শাহরুখ - সলমন! ভিডিয়ো ভাইরাল হতেই নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরা
ফলে এমন অচলাবস্থা বহাল থাকলে কিছুদিন পর চ্যানেল পাল্টে বা সময় মতো চ্যানেলের সামনে বসলেও পছন্দের ধারাবাহিকের নতুন পর্ব দেখা যাবে না। কারণ বর্তমানে যে নতুন পর্বের শ্যুটিংই বন্ধ হয়ে রয়েছে। ক্যামেরা রোল হচ্ছে না। যদিও কম বেশি সমস্ত ধারাবাহিকেরই কিছু কিছু পর্ব ব্যাঙ্কিং করা থাকে। কিন্তু লাগাতার এভাবে কাজ বন্ধ থাকলে অচিরেই সেই সমস্ত ধারাবাহিকের নতুন পর্বের সম্প্রচার বন্ধ হবে যে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: বাংলার সীমানা ছাড়িয়ে বলিউডে পা শ্রীতমা মিত্রর! গীতা এলএলবির মতো এবার দিল্লির কেস সামলাবে 'অঞ্জলি অবস্থী'
আরও পড়ুন: 'আপনাদের কী?' ঋষি কৌশিক থেকে যিশু - নীলাঞ্জনা, টলিউডে একের পর এক ডিভোর্সের চর্চার মাঝে কী লিখলেন শ্রীলেখা?
ফলে কবে এবং কোন পথে এই সমস্যার সমাধান হয় সেই দিকেই তাকিয়ে আছেন সকলে। ইতিমধ্যেই দফায় দফায় মিটিং চলেছে। কিন্তু সমস্যার পথ পাওয়া যায়নি। সিনেমা থেকে সিরিয়াল সহ সবেরই শ্যুটিং থমকে বর্তমানে।