কয়েকদিন ধরেই টলিউড উত্তাল কাস্টিং কাউচ নিয়ে। পরিচালক বাপ্পা ও অভিনেত্রী সুকন্যা দত্ত-র মধ্যে ঠিক কী হয়েছে তা জানতে চাইছেন অনেকেই। প্রথমে সুকন্যা অভিযোগ এনেছিলেন তাঁকে বোল্ড সিনেমার ওয়ার্কশপ করানোর নামে নোংরা প্রস্তাব দিয়েছে বাপ্পা। উলটোদিকে ‘শহরের উপকথা’ পরিচালক সাফ জানিয়েছেন সুকন্যা তাঁকে অভিযোগ আনার দু'দিন আগে অবধি ম্যাসেজ করেছে ক্রমাগত। যদি তিনি খারাপ প্রস্তাব কিছু দিয়েই থাকেন, কেন সুকন্যা তাঁর নামে তখনই অভিযোগ আনেনি। যোগাযোগ করেই গেছে ক্রমাগত।
তবে এই অভিযোগ আর পালটা অভিযোগের খেলায় দুজনেই নাম তুলেছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের। সুকন্যার দাবি, ‘বাপ্পাদা বলেছে বাসবদত্তা এভাবে ওয়ার্কশপ করেই সুযোগ পেয়েছে।’ বাপ্পা বলেছে, ‘এই কথা একেবারে মিথ্যে’। অভিনেত্রী বাসবদত্তা নিজে কী বলছেন?
বাসবদত্তা এক বাংলা সংবাদমাধ্যমকে জানান, ‘বিষয়টা প্রথমে আমি গুরুত্ব দেইনি। কিন্তু যখন দেখলাম বারবার আমার নাম জড়াচ্ছে তখন বুঝলাম এবার কিছু বলতেই হবে। বাপ্পার প্রথম ছবি ‘শহরের উপকথা’য় আমি অভিনয় করেছি, যারা এই ছবি দেখেছেন তাঁরা জানেন এই ছবিতে সেরকম কোনও বোল্ড সিন নেই। আর সিন না থাকলে ওয়ার্কশপ করারও তো কোনও দরকার নেই। অভিনেত্রী সুকন্যা দত্তকে আমি চিনি না, কাজ দেখারও কোনও সৌভাগ্য হয়নি। আমার নামটা বারবার নেওয়া হচ্ছে বলে বিরক্ত হচ্ছি। বাপ্পাকে পরিচালক হিসেবেই চিনি আমি। কাজের সম্পর্কের ব্যাপারে চিনতেও চাই না। আমি যাই, কাজ করি, টাকা পাই, চলে আসি। আমাকে কেউ নাকউঁচু, কেউ অহংকারী বলে, আমি সবার সঙ্গে মিশতে পারি না বলে। কিন্তু ১২ বছরের কেরিয়ারে এরকম অভিযোগ কেউ করেনি।’
বাসবদত্তা আরও জানান, বাপ্পা নতুন পরিচালক। তাই ওয়ার্কশপ করার তাঁর প্রয়োজনও পড়েনি কখনও। সঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন পর্দায় সব ধরনের কাজে তিনি স্বাচ্ছন্দ্য নন বলে, অনেক বড় বড় পরিচালকের অফারও ফিরিয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘আমি বাপ্পা আর সুকন্যার বিষয়টিকে গুরুত্ব দিতে চাই না, ওঁদের মধ্যে কী কথা হয়েছে সেটা ওঁদের ব্যক্তিগত ব্যাপার। আমার আপত্তি এভাবে বারবার আমার নাম ওঠা নিয়ে। আমি চাই এটা বন্ধ হোক।’