টলিউডে কাস্টিং কাউচের বাড়বাড়ন্ত! সম্প্রতি তেমন খবরই প্রকাশ্যে এল। এক খ্যাতনামা ফটোগ্রাফারের নাম করে যুবতী, তরুণীদের অর্ধ নগ্ন ছবি তোলা হচ্ছে, করা হচ্ছে ব্ল্যাকমেল। সম্প্রতি যাদবপুর থানায় এমনই অভিযোগ জানিয়েছেন ২ তরুণী।
কী ঘটেছে?
বিনোদন জগতে কাজ পাইয়ে দেওয়ার টোপ নতুন কিছু নয়। কিন্তু এবার জানা গিয়েছে সম্প্রতি যাদবপুর থানায় দুই তরুণী অভিযোগ করেছেন তাঁদের এক নামী সংস্থার মডেল হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বছর বাইশের দুই তরুণীকে সেই প্রলোভন দেখিয়ে করা হয় তাঁদের অর্ধ নগ্ন ফটোশ্যুট। এরপর সেই ছবি দেখিয়েই শুরু হয় তাঁদের ব্ল্যাকমেল করা। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। শুধু তাই নয়, হোটেলে নিয়ে গিয়ে তাঁদের বারবার গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ।
তবে অভিযোগ যতই এই দুই তরুণী জানান কলকাতা পুলিশের সন্দেহ সংখ্যাটা আরও বেশি। বেশ কিছু তরুণী এই একই যৌন হেনস্থার ঘটনার শিকার বলে দাবি তাঁদের। কিন্তু লোকলজ্জার ভয়ে তাঁরা মুখ খুলতে পারছেন না। ২০ থেকে ৩০ জন এমন তরুণীর খোঁজ তাঁরা পেয়ে বলেই এই সময়ের একটি রিপোর্টে জানানো হয়েছে। ফলে কলকাতা পুলিশ কাস্টিং কাউচের আড়ালে চলা বড় কোনও ষড়যন্ত্রের আঁচ পাচ্ছে।
জানা গিয়েছে, যাদবপুর থানায় যে দুই তরুণী অভিযোগ দায়ের করেছেন তাঁদের টলিউডের এক খ্যাতনামা ফটোগ্রাফারের নাম করে ফটোশ্যুট করা হয়েছে। তাঁরা যাচাই করেননি আদৌ সেই ব্যক্তিই কিনা। এই বিষয়ে সেই ফটোগ্রাফার তথাগত ঘোষ জানিয়েছেন, সেটাই যে তাঁর মোবাইল নম্বর সেট কেন যাচাই করা হল না, কেন এত তাড়াহুড়ো করল সেই দুই তরুণী? তিনি এদিন আরও জানিয়েছেন যে তাঁর ছবি ব্যবহার কর হয়েছিল সেই ঠগের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো হিসেবে। তিনি সেই কথা জানতেন না। যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন জানা গিয়েছে তাঁর নাম প্রতীক ওরফে সায়ন পাল। সঙ্গে ছিলেন তপন পাল নামক আরও একজন।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই পুলিশের তরফে জানানো হয়েছে আগে যেন যাচাই করা হয় যে কেবল প্রতারণার জন্যই টোপ দেওয়া হচ্ছে নাকি বাস্তবেই কাজ দেবেন।
কী বলেছেন অভিনেতা বিশ্বনাথ বসু?
বিশ্বনাথ বসু জানিয়েছেন তিনি যখন প্রথম টলিউডে পা রাখেন তখন তাঁর থেকেও টাকা চাওয়া হয়। এমনকি তাঁর কোনও বান্ধবীও ইচ্ছুক কিনা জানতে চাওয়া হয়। তাঁর পরামর্শ চটজলদি গ্ল্যামার দুনিয়ার অংশ হতে গেলে ফল ভালো হয় না। কেন নতুন কাউকে লিড চরিত্রে নেওয়া হবে অনেকেই যাচাই করেন না। ফলে এই বিষয়ে তিনিও পুলিশের মতোই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।