দীর্ঘদিনের সম্পর্কের, লিভ ইনের পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন রাতুল মুখোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র। ১৯ এপ্রিল বসেছিল তাঁদের বিবাহ বাসর। ছেলেকে কোলে নিয়েই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী। তাঁদের এই বিশেষ দিনে এসেছিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা। রাতুল রূপাঞ্জনার বিয়েতে দেখা মিলল কাদের?
রাতুল রূপাঞ্জনার বিয়েতে টলিউড অভিনেতারা
১৯ এপ্রিল সাতপাকে বাঁধা পড়লেন রাতুল মুখোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র। তাঁদের বিয়েতে এদিন এসেছিলেন টলিউডের একাধিক অভিনেতা, প্রযোজকরা। ইশা সাহা এদিন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। দেখা মিলল নববিবাহিতা সন্দীপ্তা সেনের। এছাড়া প্রযোজক রানা সরকারও এসেছিলেন এই তারকা জুটির বিয়েতে। দেখা গিয়েছে রাহুল দেব বসুকে।
আরও পড়ুন: পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য - সারার ছবি?
আরও পড়ুন: শেক্সপিয়রের ওথেলো নতুন রূপে আসছে বড় পর্দায়, কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ - সোহিনীর অথৈ?
রূপাঞ্জনা এবং রাতুলের সম্পর্ক ও বিয়ে
এদিন গোলাপি বেনারসি এবং সবুজ ব্লাউজ পরে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। অন্যদিকে রাতুলের পরনে ছিল সাদা গেঞ্জি এবং ধুতি। ছেলেকে পাশে নিয়েই মালাবদল সারা থেকে মন্ত্রপাঠ, গাঁটছড়া বাঁধা সবই করেন অভিনেত্রী। একেবারে বাঙালি রীতি মেনেই এদিন নতুন জীবন শুরু করলেন তাঁরা।
রাতুল মুখোপাধ্যায় অভিনেত্রীর থেকে প্রায় ৬ বছরের ছোট। তবে বয়স কখনই কাঁটা হয়নি তাঁদের সম্পর্কে। দীর্ঘদিন প্রেম এবং লিভ ইন করার পর এদিন সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। প্রসঙ্গত ১৭ বছর আগে ভালোবেসে রেজাউল হককে বিয়ে করেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, সেটা ছিল ২০০৭ সাল। যদিও ভিনধর্মে সেই বিয়ে ছিল পরিবারের অমতেই। সেই দাম্পত্য সুখেরও হয়নি। ২০১৭ সালে দুজনের আইনি বিচ্ছেদ হয়। এরপর একা হাতেই ছেলেকে মানুষ করেছেন রূপাঞ্জনা। তাঁর কথায়, ‘অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই আমি একা’। এরপর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর শেষপর্যন্ত ৬ বছরের ছোট প্রেমিকের গলাতেই মালা দিলেন রূপাঞ্জনা।