৮ ডিসেম্বর শীতের শহর, থুড়ি ডিসেম্বর শহর ভেসে গেছিল সামার অব ৬৯-এ। হেভেন থেকে এভরিথিং আই ডু সহ বিভিন্ন গানে গানে শ্রোতাদের মন জয় করে নেন ব্রায়ান অ্যাডামস। আর তাঁর সেই কনসার্টে এদিন হাজির ছিল টলিউডের একটা বিরাট অংশ। কেবল ইমন চক্রবর্তী , শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বা রাজ চক্রবর্তী নন। এসেছিলেন গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ সহ ঋতাভরী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখ এসেছিলেন।
আরও পড়ুন: ‘সপ্তাহে তিনদিন…’ ফিট থাকতে কেবল শরীর চর্চা নয়, সৌরভের সিক্রেট ডায়েট ফাঁস করলেন মমতা
ব্রায়ান অ্যাডামসের কনসার্টে গৌরব ঋদ্ধিমা
এদিন ঋদ্ধিমা তাঁদের কলকাতা কনসার্টের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীকে ব্রায়ান অ্যাডামসের সুরে কিশোরীর মতো লাফাতে, মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখা যায়। একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, 'গতকাল রাতটা মনের খুব কাচের রাত ছিল। ব্রায়ান অ্যাডামসকে লাইভ পারফর্ম করতে দেখা তাও সোলমেট গৌরব চক্রবর্তীর সঙ্গে। আমরা একসঙ্গে সামার অব ৬৯ গাইলাম, হেভেন গানটির ম্যাজিক অনুভব করলাম। এমন নাচলাম যেন কেউ আমাদের দেখছে না।'
ব্রায়ান অ্যাডামসের সঙ্গে ঋতাভরী
এদিন ঋতাভরী চক্রবর্তী ব্রায়ান অ্যাডামসের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন। তাঁর সঙ্গে দেখা করে, কনসার্ট শুনে সবটার অভিজ্ঞতা তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, 'ব্রায়ান অ্যাডামস গতকাল রাতে আমাদের সবার মন চুরি করে নিয়েছেন। এই রকস্টারকেই তো আমাদের দরকার ছিল। আজীবনের ভক্ত ওঁর। মানুষ হিসেবেও খুব ভালো।'
টলিউডের তারকারা ব্রায়ান অ্যাডামসের কনসার্টে
এদিন স্বস্তিকা মুখোপাধ্যায়ও এসেছিলেন ব্রায়ান অ্যাডামসের কনসার্ট শুনতে। সঙ্গে ছিলেন তাঁর মেয়েও। এছাড়া ছোট পর্দার চেনা মুখ গীতশ্রী রায়কেও এদিন ব্রায়ান অ্যাডামসের কনসার্ট উপভোগ করতে দেখা যায়। জানান গতকাল তাঁর 'একটা স্বপ্ন পূরণ হল।'
আরও পড়ুন: কলকাতার শীতে যখন ‘সামার অফ ৬৯’-এর জাদু, কল্যাণীকে ‘আশিক’ বানালো হিমেশ!
দীর্ঘ ছয় বছর পর আবার ভারতে শো করতে এলেন ব্রায়ান অ্যাডামস। তিনি এর আগে ১৯৯৩-৯৪, ২০০২, ২০০৬, ২০১১ এবং ২০১৮ সালে পারফর্ম করে গিয়েছেন ভারতে। এবার ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তাঁর ইন্ডিয়া ট্যুর। শেষ হবে ১৭ তারিখ। সেদিন গোয়ায় থাকবে তাঁর কনসার্ট। মাঝে তিনি শিলং, গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে পারফর্ম করবেন।