বাংলা নিউজ > বায়োস্কোপ > যৌন হেনস্থার ৬০% অভিযোগ পরিচালকদের বিরুদ্ধে, স্বরূপের মন্তব্য়ে ‘মানহানি’! নোটিশ ধরাল ডিরেক্টর্স গিল্ড

যৌন হেনস্থার ৬০% অভিযোগ পরিচালকদের বিরুদ্ধে, স্বরূপের মন্তব্য়ে ‘মানহানি’! নোটিশ ধরাল ডিরেক্টর্স গিল্ড

যৌন হেনস্থার অভিযোগের ৬০% পরিচালকদের বিরুদ্ধে, স্বরূপের মন্তব্য়ে মানহানির নোটিশ

প্রকাশ্যে পরিচালকদের অপমান! স্বরূপের দাবি টলিউডের যৌন হেনস্থার ঘটনার ৬০% অভিযোগ পরিচালকদের নামে। আইনি নোটিশ পাঠাল ডিরেক্টর্স গিল্ড। 

আরজি কর কাণ্ডের মাঝেই টলিউড যৌন হয়রানির ঘটনা নিয়ে সরগরম। অরিন্দম শীলের বিরুদ্ধে তাঁর এক আসন্ন ছবির অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই উত্তাল টলিগঞ্জ! ক্ষমা চেয়েও রেহাই পাননি অরিন্দম, থানায় এফআইআর দায়ের করেছেন ওই অভিনেত্রী। 

অরিন্দমের বিরুদ্ধে অবশ্য অভিযোগ নতুন নয়। ‘সুরক্ষা বন্ধু কমিটি’র ঘোষণার পরই ফেডারেশনের তরফে অভিযোগের আঙুল তোলা হয় পরিচালকদের ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদমাধ্যমের সামনে বলেন, যৌন হেনস্থার ৬০% অভিযোগ পরিচালকদের বিরুদ্ধে! এই বক্তব্য সামনে আসার পর থেকেই ক্ষুব্ধ পরিচালকরা। একাধিক বৈঠক করেছে ডিরেক্টর্স গিল্ড। অবশেষ রবিবার পরিচালকদের সংগঠনের তরফে আইনি নোটিশ ধরানো হল ফেডারেশন সভাপতিকে। 

জানা গিয়েছে, ৬৩জন পরিচালক একজোট হয়ে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন। তবে এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা। এদিন পরিচালকদের হয়ে স্বরূপ বিশ্বাসকে আইনি নোটিশ পাঠন আইনজীবী সৌমাভ মুখোপাধ্যায়। 

ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে পাঠানো নোটিশের নীচে সদস্য হিসেবে হরনাথ চক্রবর্তী, অঞ্জন দত্ত, অশোক বিশ্বনাথন, পরমব্রত চট্টোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ পালোধি, অদিতি রায়, তথাগত মুখোপাধ্যায়, অপর্ণা সেন, সুদেষ্ণা রায়, সুব্রত সেনদের নাম রয়েছে। 

নিন্দকদের মতে, টেকনিশিয়ান-পরিচালকদের দ্বন্দ্বের সময় থেকেই পরিচালকদের উপর খাপ্পা ফেডারেশন সভাপতি। স্বরূপ পরিচালকদের তোপ দেগে বলেছেন, অনেক পরিচালক গিল্ডের সদস্য কিনা তিনি সেটাই জানেন না। সেই প্রসঙ্গে, ডিরেক্টার্স গিল্ডের তরফে সুব্রত সেন জানান, প্রত্যেক পরিচালক সংগঠনের সদস্য। তাঁদের বিরুদ্ধে ভুয়ো রটনা ছড়ানো হচ্ছে। 

ডিরেক্টর্স গিল্ডের তরফে সাত পাতার সুদীর্ঘ নোটিশ ধরানো হয়েছে স্বরূপকে। স্বরূপের জবাব পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন পরিচালকরা। স্বরূপ সাফ জানিয়েছেন, নোটিশের পর তিনি আইনি পদ্ধতি মেনেই দেবেন। 

৬৩ জন পরিচালকের তালিকায় নাম রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়েরও। তিনি এই বিষয় নিয়ে সাফ বলেছিলেন, গিল্ডের কাছে ফেডারেশন সভাপতির নামে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু তথ্যপ্রমাণ ছাড়া সংবাদমাধ্যমে কখনও বেফাঁস মন্তব্য করা হয়নি। পরমের কথায় যৌন হেনস্থা ঘৃণ্য অপরাধ, সেটা যেই করুক না কেন, তাঁর শাস্তি কাম্য। পরিচালক-অভিনেতা বলেন, ‘কিন্তু সেটার জন্য আপনি হঠাৎ করে একটি গোষ্ঠীকে যাঁরা তাঁদের কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রির নাম উজ্জ্বল করেন, তাঁদের অপমান করছেন কী করে?’  সেই অপমানেরই অবশেষে জবাব দিল পরিচালকরা। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.