রবিবার দিনভর টলিপাড়ায় চাপা উত্তেজনা। শনিবার রাহুল মুখোপাধ্যায়ের ছবির সেটে টেকনিশিয়ানরা না যাওয়ায় চরম অপমানিত পরিচালকরা। সাংবাদিকদের সামনেই পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, একদিন সময় দিচ্ছি না হলে সোমবার থেকে কর্মবিরতিতে থাকবে টলিউডের পরিচালকরা।
সিনেমা হোক বা সিরিয়াল, যে কোনও কর্মযজ্ঞের ক্যাপ্টেন অফ দ্য শিপ পরিচালক। তাঁকে ছাড়া কাজ হবে কীভাবে? রবিবার রাত গড়াতেই জল্পনায় সিলমোহর পড়ল। রবিবার রাত ৯টার কিছু পর ডিরেক্টরস গিল্ডের তরফে সদস্যদের ফোনে পৌঁছে গিয়েছে বিজ্ঞপ্তি। সেখানে স্পষ্ট বাংলায় লেখা রয়েছে, ‘অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরি সমিতি আগামিকাল থেকে (২৯/১২/২০২৪) থেকে যতদিন না পর্যন্ত পরিচালকদের সমস্যার সুষ্ঠ সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শ্য়ুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ জানাচ্ছে’। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার শ্যুটিংয়ে অবশ্য এই অনুরোধ কার্যকর হচ্ছে না।
এমন কিছু যে ঘটতে পারে সেই আঁচ করে এদিন টলিগঞ্জের একাধিক সিরিয়াল ডবল ইউনিট নিয়ে সকাল থেকে শ্যুটিং শুরু করেছে। কারণ সিরিয়ালের ক্ষেত্রে সেইভাবে এপিসোড ব্যাঙ্কিং থাকে না। আর একদিন শ্যুটিং বন্ধ মানে সিরিয়ালের সম্প্রচার বন্ধের মুখে পড়তে পারে। সেই রিস্ক নিতে রাজি নন কেউ। মাসের চতুর্থ রবিবার যেখানে টেলিপাড়া ছুটি থাকে, সেখানে ডবল ইউনিট নিয়ে শ্যুট!
হরগৌরী পাইস হোটেলের পরিচালক পাভেল হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘আমরা ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্তে সঙ্গে আছি। আমাদের আজ সিঙ্গল ইউনিট শ্যুটিং চলছে, আমার পর্যাপ্ত ব্যাঙ্কিং রয়েছে। তবে হ্যাঁ, অনেক সিরিয়ালেই শুনছি আজ ডবল শিফটে কাজ করছে।’
এসভিএফের পুজোর ছবির পরিচালক হিসাবে রাহুল মুখোপাধ্যায়কে ফেডারেশন মেনে না নিলে ফ্লোরে যাবে না পরিচালকরা, এই সিদ্ধান্তে অনড় পরিচালকরা। মীমাংসা না হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে তাঁরা নড়বেন না।
ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পরিচালকদের স্বাক্ষর গ্রহণের বার্তা। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, ‘শনিবার, ২৭ জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিয়োতে ছিল। ফেডারেশনের আওতাভুক্ত কলাকুশলীরা সেই শুটিংয়ে উপস্থিত হননি। ফলত শুটিং করাই যায়নি। ওখানে উপস্থিত পরিচালক, অভিনয়শিল্পী সকলে চূড়ান্ত অপমানিত হন।’
সেখানে আরও লেখা, ‘এই মর্মে অন্যান্য অনেক পরিচালক ওখানে উপস্থিত হয়ে যে বিবৃতি দেন, তার সূত্র ধরে আমরা প্রস্তাব করতে চাই যে, যতক্ষণ না রাহুল মুখার্জি কে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনের কলাকুশলীরা শ্যুটিং করতে রাজি হচ্ছেন, ততক্ষণ আমরা পরিচালকরা আগামীকাল ( ২৯ শে জুলাই,২০২৪ সোমবার)থেকে মীমাংসা না হওয়া পর্যন্ত অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছি।’
'……কারণ আমরা মনে করি ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। ভুল ভ্রান্তি সমস্যা যাই হয়ে থাক, তার সুষ্ঠু সমাধান না করে কাউকে জোর করে কর্ম বিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। বিশেষত, ভুল বোঝাবুঝি বুঝে আমাদের ডিরেক্টরস গিল্ড রাহুল মুখার্জির ওপর আরোপিত কর্ম বিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের টেকনিশিয়ানরা অসহযোগিতা করতে চালিত হয়েছেন, তা শুধু রাহুলের জন্য নয়, আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক।
আমাদের এই সিদ্ধান্তের ফল স্বরূপ আগামীতে যদি মাধ্যম নির্বিশেষে কোনো পরিচালক কোনরকম সমস্যার মুখে পড়েন, তার পাশে সমস্ত পরিচালকরা দাঁড়াবেন, সেই অঙ্গীকারও আমরা করছি।'
এই বার্তায় সম্মতি জানিয়ে সই করেছেন, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেবালয় ভট্টচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, মানসী সিনহা, তথাগত মুখোপাধ্যায়, পাভেল,রাজা চন্দ, অভিজিৎ সেনরা। তালিকা ক্রমেই দীর্ঘতর হচ্ছে।