বিগত কয়েক দিন ধরে চরমে পৌঁছেছিল ফেডারেশন পরিচালকদের সংঘাত। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অবশেষে সেই জট কেটেছে। তবুও টলিউডকে ৫০০ কোটি টাকার খেসারত দিতে হল! কিন্তু কেন?
কী ঘটেছে?
বুধবার, ৩১ জুলাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই টলিউড সমস্ত জটিলতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে। টেকনিশিয়ানরা কাজে যোগ দিয়েছেন। আপাত ভাবে সবটা স্বাভাবিক লাগলেও কোথাও কি সত্যিই জটিলতা নেই? এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, '১ অগস্ট, বৃহস্পতিবারেও টেকনিশিয়ানদের মনে ক্ষোভ জমে রয়েছে রাহুলের বিরুদ্ধে। ওঁরা কাজ করলেও ক্ষোভ আছে। পরিচালকরা আচমকা কর্মবিরতির যে ডাক দিয়েছিলেন সেটাও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র।' আর সেই জন্যই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হলেও তাঁর নির্দেশ মেনে ৫ অগস্ট থেকে রাহুলের কাজ শুরু করার ক্ষেত্রে সমর্থন জানাননি। উল্টে বলেছেন সেদিন টেকনিশিয়ানরা সিদ্ধান্ত নিয়ে জানাবেন যে তাঁরা রাহুলের সঙ্গে কাজ করতে চান কিনা। ফলে মুখ্যমন্ত্রীর দলের লোক হয়েও তিনি তাঁর কথা সম্পূর্ণ মানেননি যে সেটা স্পষ্ট। খানিকটা যেন ভাঙলেন তবুও মচকালেন না অবস্থা তাঁর।
তবুও উক্ত সংবাদমাধ্যমের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে ফেডারেশনের এই নিয়মের কড়াকড়ির কারণেই পশ্চিমবঙ্গের তথা টলিউডের প্রায় ৫০০ কোটি টাকার লোকসান হল। কীভাবে? ফেডারেশন জানিয়ে দিয়েছে কোনও গুপি শ্যুটিং অর্থাৎ কম লোক নিয়ে শ্যুটিং করা যাবে না। প্রতি ছবিতে অনন্ত ১২০ জন টেকনিশিয়ান নিতেই হবে। আর এই কারণেই স্বতন্ত্র ভাবে যাঁরা কম বাজেটে ছবি বানান তাঁরা আর বাংলায় ছবি বানাতে পারবেন না। তেমন ভাবেই পরিচালকদের কাছে ছবির বাজেট জোগাড় করা একটা মস্ত চাপ হয়ে দাঁড়াল।
অন্যদিকে বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মের কাজও বাংলা থেকে চলে গেল। যেহেতু বাংলাদেশ বিদেশ, তাই এখানকার টেকনিশিয়ানরা তাঁদের ছবিতে কাজ করলে ৪ গুণ বেশি অর্থ নেবেন। আর স্বাভাবিক ভাবেই কেউ এত টাকা দেবে না। ফলে চরকির চলে যাওয়ায় কম বেশি ৩০ কোটি টাকার লোকসান হল টলিউডের।
কেবল তো চরকির চলে যাওয়া নয়। চরকি কাজ করলে আরও একাধিক OTT মাধ্যম আসত। সেগুলোও বন্ধ হল। ফলে দেখতে গেলে দেড়শো কোটি টাকার মতো ক্ষতি হল বিদেশের OTT প্ল্যাটফর্ম এখানে কাজ না করতে পারায়। অন্যদিকে হিন্দি ছবির শ্যুটিংও আজকাল তেমন কলকাতায় হয় না। বাইরে চলে গেছে। অথচ এইখানে এক একটি হিন্দি ছবি কাজ করলে প্রায় ৬.৫-৭ কোটি টাকা বাজেট থাকে টেকনিশিয়ানদের জন্য।
আরও পড়ুন: ছেলের এক বছর পূর্ণ হতেই আদুরে ছবি পোস্ট ইলিয়ানার! শুভেচ্ছা জানিয়ে লিখলেন 'ঠিক এক বছর আগেই...'
আরও পড়ুন: মায়ের কথা রাখতেই বেশি বয়সে দাদার বিয়ে দিলেন অপরাজিতা, কারণ হিসেবে বললেন...
ফলে স্বরূপ বিশ্বাস এবং তাঁর ফেডারেশন যতই বলুন যে দুদিন পরিচালকরা কাজ বন্ধ রাখায় কোটি কোটি টাকার ক্ষতি হল টলিউডের। আসলে হিসেব কষলে দেখা যাবে ফেডারেশনের নীতি মানতে গিয়েই বেশ কয়েকশ কোটির লোকসান করে বসে আছে টলিউড।