বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Holi Celebration: টলিউডের রংবাজি! কেউ জুটিতে, কেউ আবার একা, দোলের আমেজে কতটা রঙিন শুভশ্রী-মিমিরা?

Tollywood Holi Celebration: টলিউডের রংবাজি! কেউ জুটিতে, কেউ আবার একা, দোলের আমেজে কতটা রঙিন শুভশ্রী-মিমিরা?

দোলের আনন্দে মাতোয়ারা টলিপাড়া

Tollywood Holi Celebration: আবির আর প্রেমের রঙে রঙিন টলিগঞ্জের তারকারা। কেমন কাটছে মিমি, শ্রাবন্তী, শুভশ্রীদের দোল? 

আজ দোল! বাহারি রং আর আবির মেখে প্রিয়জনদের সঙ্গে হুল্লোড় করার দিন। বাদ নিয়ে রুপোলি দুনিয়ার মানুষজনেরাও। টলিপাড়ায় এদিন শ্যুটিং-এর ঝাঁপ বন্ধ, প্রেম আর বন্ধুত্বের রঙে মেতে উঠেছেন আপনার প্রিয় তারকারা।

সকাল থেকেই টলিগঞ্জের তারকারা মেতে উঠেছেন রংবাজিতে। এদিন স্বামী রাজ চক্রবর্তী আর ছেলে ইউভানকে নিয়ে দোল খেললেন শুভশ্রী। একদম ঘরোয়া, ছিমছাম দোলের উদযাপন। আবিরের আভায় উজ্জ্বল তারকা দম্পতি, মধ্যমণি তাঁদের একরত্তি। স্পাইডারম্যান হাতে মা-বাবা'র সঙ্গে আরবানার ফ্ল্যাটেই দোল উদযাপন ইউভানের। শুভশ্রীর পরনে সাদা টি-শার্ট, মেক-আপের কোনও বালাই নেই, চুলও এলোমেলো। সেই ছবি শেয়ার করে রাজ লিখেছেন, ‘দোলপূর্ণিমার শুভকামনা রইল’। 

শুভশ্রীর দোল উদযাপন পরিবারের সঙ্গে, অন্যদিকে মিমি, মানালিরা রঙের উৎসব কাটাচ্ছেন একাকী! অন্তত ছবি সে কথাই বলছে। হাতকাটা সাদা সালোয়ারে সেজে মিমি, হাতে আবিরের থালা, রং বাহারি চুড়ি। ফ্যানেদের উদ্দেশে নায়িকার বার্তা, ‘হ্যাপি হোলি… ভালো করে রং খেলুন, সুরক্ষিতভাবে খেলুন, দায়িত্ব সহকারে। আর হ্যাঁ, দয়া করে পোষ্যদের গায়ে রং লাগাবেন না’। শাখা-পলা সিঁদুরে সেজে দোলের দিন সামনে এলেন ‘রাইকিশোরী’ মানামী। তাঁর উপর থেকে চোখ ফেরানো দায়!

নিজের ‘হিরো’র সঙ্গে রঙের উৎসবে যোগ দিলেন শ্রাবন্তী। ভাবছেন ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চায় থাকা শ্রাবন্তীর জীবনের এই হিরো কে? তিনি আর কেউ নন, তাঁর বাবা। বাবা-মেয়ে'তে মিলেই বসন্তের রঙে রঙিন। ছেলে আদিদেবের রঙ খেলার মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন সুদীপা। বলম পিচকারি-র তালে নেচে নেচে রংবাজিতে মত্ত খুদে।

এদিন ‘রাঙা হাসি রাশি রাশি’র ছন্দে আবির মাখলেন মধুমিতা। তবে এই বসন্তেও ‘একা’ টলিউডের ‘চিনি’। সেই নিয়ে ট্রোল করতেও ছাড়ল না নেটিজেনরা। একজন  তো লিখেই দিল, ‘শেষে একা একা, কি দুর্ভাগ্য!’

আাবিরের রং কিংবা মনের— ফুরফুরে মেজাজেই দোল উদযাপনে ব্যস্ত টলিউড। কারণ মেজাজটাই তো আসল রাজা! 

আরও পড়ুন-ছেলের সঙ্গে দোল খেললেন কোয়েল! রঙের উৎসবে স্বামীর বিরুদ্ধে ‘নালিশ’ ঠুকলেন নায়িকা

 

বন্ধ করুন