বহাল টলিউডের অচলাবস্থা। ফেডারেশন পরিচালকদের সঙ্গে আলোচনায় বসছে না। বেরোচ্ছে না সমাধান সূত্র। এমন অবস্থায় কী ভাবছেন পরিচালকরা? কোন পথে এগোচ্ছে ডিরেক্টরস গিল্ড?
আরও পড়ুন: সইফের ওপর আক্রমণকে থিম বানিয়ে সিনেমার প্রচার ঋত্বিকের! প্রতিক্রিয়ায় বিভক্ত নেটপাড়া
কী ঘটেছে?
বুধবার, বৃহস্পতিবারেও ডিরেক্টরস গিল্ডের সঙ্গে আলোচনায় বসেনি ফেডারেশন। ফলে যে সমস্যা তৈরি হয়েছে সেটার সমাধান বেরোল না। গত বুধবার, ৫ ফেব্রুয়ারি ফেডারেশনের সঙ্গে বৈঠক করার প্ল্যান করেন পরিচালকরা। কিন্তু কোনও সাড়া পাননি তাঁরা। অবশেষে নিজেদের মধ্যেই বৈঠক করেন। বৃহস্পতিবার বিভিন্ন চ্যানেল, বড় পর্দার প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম
জানিয়ে রাখা ভালো, ইতিমধ্যেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে ফেডারেশনের সঙ্গে ঝামেলার কারণেই। শুধু তাই নয়, তাঁর ছবির যিনি প্রযোজক ছিলেন তিনিও পিছু হটেছেন এই প্রজেক্ট থেকে। অন্যদিকে একই কারণে আটকে আছে জয়দীপ মুখোপাধ্যায়ের নতুন সিরিজের কাজ। ফেডারেশনের নির্দেশে শ্রীজিৎ রায়ের সিরিয়ালের কাজও আটকে। ফলে লাগাতার ফেডারেশনের জন্য যে সমস্যায় পড়ছেন পরিচালকরা, তাঁরা কি সেটা আলোচনার মাধ্যমে সমাধান না করতে পারলে কাজ বন্ধ রাখবেন? উত্তর সময়ই দেবে।
যদিও ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন আনন্দবাজারকে জানিয়েক যে এভাবে হঠাৎ হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়ার ঘটনা তাঁরা আর মানতে পারছেন না। তাঁরা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু ফেডারেশনের তরফে কোনও সদিচ্ছা দেখানো হয়নি।
আরও পড়ুন: রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে 'উজান' -এ ভাসলেন শ্রেয়া - শ্রীজাত! সঙ্গী সেলিম - সুলেমান
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছু মাস আগে আর জি কর আবহে স্বরূপ বিশ্বাস জানিয়েছিলেন যে তাঁর কাছে ৬০ শতাংশ পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আসে। তিনি এই মন্তব্য করার পর পরিচালকরা সমবেত ভাবে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।