সন্তানের বেড়ে ওঠায় মা-বাবার অবদান নিয়ে নতুন কিছু বলার নেই। জন্মের পর থেকেই এরা বুকে করে আগলে রাখেন, একটা সময় আবার হয়ে যান সন্তানের বন্ধু। তবে শৈশব বা কৈশোরে হঠাৎ মা চলে যাওয়া, যে কোনও মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে। এমনটা হয়েছে টলিউডের এই গায়িকার সঙ্গেও। মা-ই দেখিয়েছিলেন গান গাওয়ার স্বপ্ন, মার কাছেই প্রথম সরগম শেখা। সেই মা-ই প্রিয় মেয়েকে একা করে চলে যান!
টলিউডের এই গায়িকা বিগত কয়েকবছরে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পেয়েছেন জাতীয় পুরস্কার। তাঁর গান মানেই যেন তাতে অসংখ্য রিলস। পার্টি হোক বা পিকনিক, বাজানো চাই-ই চাই। যেমন ভালো রবীন্দ্রসংগীত গান, ততটাই ভালো গান লোকগীতি বা আধুনিক গান। সব ধরনের গানই খাপ খেয়ে যায় তাঁর গলাতে। তাই তো বর্তমানে টলিউডের ১ নম্বর গায়িকা বললেও হয়তো খুব একটা অত্যুক্তি করা হয় না।
গানের জগতে নিজের পরিচিতি গড়েছেন খুব অল্প বয়সেই। শুধু যে নিজে ভালো গান গাইছেন এমন নয়, তাঁর হাত ধরে বহু নতুন প্রতিভাও জায়গা করে নিয়েছে টলিউডে। কোনও গডফাদার ছাড়াই কিন্তু পৌঁছেছেন তিনি আজকের জায়গা। একসময় হাওড়া থেকে মেয়েকে সঙ্গ দিতেন বাবা প্রায় রোজই। যদিও মেয়ের গায়িকা হওয়া দেখে যেতে পারেননি মা-ই। খুব জলদি তিনি পাড়ি জমিয়েছিলেন অমৃতলোকে।
আরও পড়ুন: ছেলেকে ‘লুকিয়ে’ই রাখেন নুসরত, প্রথমবার সামনে আনলেন ঈশানের এই বিশেষ কীর্তি
ঠিকই ধরেছেন কথা হচ্ছে গায়িকা ইমন চক্রবর্তীর। যিনি ভ্রমর কইয়ো গিয়া, বালা নাচো তো দেখি, আলাদা আলাদা, টাপা টিনি, তুমি যাকে ভালোবাসো, পাখিদের স্মৃতি, ও জীবন তোমার সাথে-র মতো গান উপহার দিয়েছেন।
২৬ ফেব্রুয়ারিই গত হয়েছিলেন মা। তখন ইমন স্কুল পড়েন। মাঝে অনেকটা বছর কেটে গিয়েছে। এই দিনটায় বিশেষ পোস্ট করলেন গায়িকা সামাজিক মাধ্যমে। লিখেছেন, ‘মা, ১০ বছর তোমায় দেখি না। কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয় না তুমি আমার কাছে নেই। মনে হয়, অনেক বেশি করে আছো। সবসময় আছো। তবে ওই আর কি, ছুঁতে পেলে আমি আরো ভালো থাকতাম, এই যা। খালি মনে হয়, সবার বয়স বেড়ে যাচ্ছে আর তুমি সেই ৪৮ বছরেই থেকে গেলে। ফিরে আসতে বলার উপায় নেই। তবে স্বপ্নে এসো, স্বপ্নে তোমায় ছোঁয়া যায়, গল্প করা যায়, কাঁদা যায়।’
আরও পড়ুন: দমবন্ধ করবে শার্টলেস শাহরুখ! কিং খানের নতুন ছবি নিয়ে পড়ল হইচই, আপনি দেখেছেন
মায়ের জন্য ইমনের বার্তা, ‘কিছু কথা রেখেছি। যেগুলো রাখতে পারিনি, সেগুলো রাখবোই। তোমায় ভালোবাসি মা, অনেক ভালোবাসি। ২৬ ফেব্রুয়ারি তোমাকে হারাবার দিন, তবে আরো বেশি করে অনুভব করার দিন।’
আরও পড়ুন: বছরে ৩ মাস ‘নো ওয়ার্ক পলিসি’, জুন থেকে অগস্ট কোথায় গিয়ে থাকেন সইফ-করিনা?
ইমন এর আগে একাধিকবার জানিয়েছেন মায়ের মৃত্যুর পর তিনি অবসাদে ভুগছিলেন। তবে তাঁর সেই ক্ষতে প্রলেপ লাগিয়েছে রবীন্দ্রনাথের লেখা। তাঁর কথায়, ‘রবীন্দ্রনাথ তাঁর কাছে ভগবান নন বন্ধু।’