১৭ মার্চ মুক্তি পাচ্ছে কন্নড় ছবি 'কব্জা'। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন উপেন্দ্র রাও, কিচ্চা সুদীপ, শ্রিয়া শরণ সহ আরও অনেকে। নির্মাতাদের দাবি অ্যাকশন দৃশ্যে ভরপুর এই ছবি প্যান ইন্ডিয়াতেই সাফল্য পাবে। শুধু কন্নড় নয়, হিন্দি, তামিলস তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। এদিকে ছবি মুক্তির আগে 'কব্জা' টিমকে শুভেচ্ছা জানিয়ে ট্রোল হলেন বাংলার 'বস' জিৎ।
জিৎ লেখেন, ‘দেশের কিছু আশ্চর্যজনক প্রতিভা এবং সৃজনশীল ভাবনার অধিকারী কিছু মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা আগামিকাল মুক্তি পাচ্ছে। আশা রাখছি দারুণ হবে।’নিজের টুইট উপেন্দ্র রাও, কিচ্চা সুদীপ, শ্রিয়া শরণকে ট্যাগও করেন অভিনেতা। এই পর্যন্ত তো ঠিকঠাকই ছিল, কিন্তু এই টুইটের কারণেই ট্রোল হতে হল জিতকে। জিতের উদ্দেশ্যে নেটপাড়ার কেউ কেউ লিখেছেন, অন্য টিমকে শুভেচ্ছা না জানিয়ে নিজের ছবি 'চেঙ্গিজ'-এর প্রচার শুরু করা উচিত। অনুরাগীদের কেউ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘চেঙ্গিজের মুক্তি দিতে হবে না, নিজের কাছে রেখে দিন।’ অসংখ্য অনুরাগী 'চেঙ্গিজ'-এর আপডেট জানার জন্য উদগ্রীব হয়ে লিখেছেন, ‘আপডেট কবে পাব?’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
আরও পড়ুন-'আমার খানিকটা বিরাটের মতোই দেখতে, ওঁর বায়োপিক ভালো মানাবে', বলছেন রামচরণ
আরও পড়ুন-'মহারাজ একী সাজে…', এবার দেবরাজ ইন্দ্রর বেশে আসছেন যিশু সেনগুপ্ত

চেঙ্গিজ নিয়ে জিৎ-কে প্রশ্ন অনুরাগীদের…
আরও পড়ুন-পিতৃতন্ত্রের গালে সপাট চড়! মায়ের লড়াইয়ের গল্পে রানির চোখ দিয়ে কাঁদল দর্শক
এর আগেও নিজের ছবির প্রচার সেভাবে না করার জন্য অনুরাগীদের তোপের মুখে পড়তে হয়েছে জিৎকে। জানা যাচ্ছে মাফিয়া জগতের অন্ধকার দুনিয়াকে বিষয় করে তৈরি হচ্ছে 'চেঙ্গিজ'। যে ছবির প্রযোজক অভিনেতা নিজেই। পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। ছবিতে জিৎ ছাড়াও রয়েছেন রোহিত বোস, শতাফ ফিগার, সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবির প্রথম পোস্টারে আন্ডার ওয়ার্ল্ড ডনের ভূমিকায় দেখা গিয়েছিল জিৎকে। গত বছর ছবির টিজার সামনে এসেছিল, তারর আর কোনও খবর নেই। জিতের প্রযোজনা সংস্থার তরফে জানানো হয় সম্পাদনার কাজ চলছে। কিছু ওই পর্যন্তই, তারপর জিতের এই ছবি নিয়ে আর কিছুই জানা যায়নি। এছাড়াও তাঁর প্রযোজনা সংস্থার 'মানুষ' বলেও একটি ছবি আসতে চলেছে। গত ডিসেম্বরেই শভ মহরৎ হয়েছিল ছবির।