স্টার জলসার অন্যতম হিট মেগা হল তোমাদের রাণী। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। কখনও দুর্জয় রানির ঝগড়া, কখনও আবার ভালোবাসায় মজে রয়েছে দর্শকরা। এটা তাঁদের দুজনেরই প্রথম কাজ। আর তাতেই তাঁদের রসায়ন বাজিমাত করে দিয়েছে। অনেকেই তাঁদের এই রসায়ন দেখে টম অ্যান্ড জেরির সঙ্গে তুলনা করেন। দর্শকরা ভীষণই পছন্দ করেন তাঁদের। তাঁরাও মাঝে মধ্যে তাঁদের নানা দুষ্টু মিষ্টি ছবি ভিডিয়ো আপলোড করে থাকেন। এদিনও তার অন্যথা হল না।
কী ভিডিয়ো পোস্ট করেছেন অর্কপ্রভ?
এদিন অর্কপ্রভ যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, আর পিছন দিয়ে উঁকি দিয়ে রানি ওরফে অভিকা তাঁর কাঁধে মাথা রাখছেন। এই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা।
কে কী বলছেন?
অর্কপ্রভ এই ভিডিয়ো পোস্ট করতেই অনেকেই জিজ্ঞেস করেছেন তাঁরা কি সত্যি সত্যিই প্রেম করছেন বাস্তবেও? বাস্তবেও কি তাঁদের মধ্যে কোনও সম্পর্ক আছে? যদিও তাঁরা কেউই উত্তর দেননি এই বিষয়ে। এক ব্যক্তি তাঁদের এই পোস্টে লেখেন, 'এই তো তোমাদের দেখেই মন ভালো হয়ে গেল।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'দুটোই যেন চিনির ডিব্বা। ভালো থেকো।'
আরও পড়ুন: 'জোকসেও সংরক্ষণ!', দলিত কমেডিয়ানদের প্রতিবাদের ভাষাই কমেডি, কী বললেন মনজিৎ - অঙ্কুররা?
কী দেখা যাচ্ছে ধারাবাহিকে?
তোমাদের রাণী ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে অনিশার প্রেমিক গুপ্তা মারা গেছে। তাঁকে সমবেদনা জানাতে দুর্জয় ফের প্রাক্তন প্রেমিকার কাছাকাছি যাচ্ছে। আর স্ত্রীকে সন্দেহ করে ভুল বুঝছে। অন্যদিকে রানির জীবন ছারখার করতে হাজির হয়েছে পিকলু নামের এক ব্যক্তি। এবার এই সমস্যা থেকে তাঁরা কী করে বেড়াবে সেটাই দেখার।