শেষ হচ্ছে তোমাদের রাণী। আর তার জায়গায় আসতে চলেছে তেঁতুলপাতা ধারাবাহিকটি। এই কথা আগেই চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছিল। আর এদিন তোমাদের রাণী ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং হয়ে গেল। তারপরই সোশ্যাল মিডিয়ায় কী জানালেন কলাকুশলীরা।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনের ভ্রুকুটি সিনেমাতেও! উত্তাল বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত পদাতিকের মুক্তি
শেষ হল তোমাদের রাণী ধারাবাহিকের শ্যুটিং
এদিন সৃজিতা বিশ্বাস তোমাদের রাণী ধারাবাহিকের ফ্লোর থেকে একাধিক ছবি পোস্ট করেন। সেখান থেকেই জানা যায় এদিন এই মেগার শেষ দিনের শ্যুটিং হয়ে গেল। তিনি একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'একবার, শেষবারের মতো। সেনগুপ্ত পরিবার। সাইনিং অফ।'
আরও পড়ুন: রায়বাঘিনী নন্দিনী অপরাজিতার সব দিকে কড়া নজর! দাদা - বৌদির বৌভাতে কী উপহার দিলেন নতুন বউকে?
সৃজিতার পোস্ট করা ছবি থেকে দেখা যাচ্ছে যে রানি এবং দুর্জয়ের বিয়ে দেখিয়েই শেষ হবে এই মেগা। বর কনের বেশে দেখা গেল তাঁদের। অভিকার মাথা ভর্তি সিঁদুর। পাশে জোড় পরে দাঁড়িয়ে অর্কপ্রভ। সঙ্গে দেখা গেল তাঁদের মেয়ে দুনিকেও। আছেন পরিবারের বাকিরা।
অভিকাও এদিন পোস্ট করেন, তিনি লেখেন, ‘কিছু স্মৃতি ভোলা যাই না সহজে আমি জানি। আপনাদের কে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি এত ভালোবাসা পাব ভাবিই নি ।তবে আপনাদের durjani আপনাদেরই থাকবে চিরকাল । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।’
আরও পড়ুন: প্রিয়াঙ্কা নয়, 'কাছের মানুষ' -এর সঙ্গে ফের ধরা দিলেন রাহুল! রুকমাকে পাশে নিয়ে লিখলেন কী?
তেঁতুলপাতা ধারাবাহিকটি প্রসঙ্গে
তেঁতুলপাতা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দে-কে। যৌথ পরিবারের গল্প দেখা যাবে এখানে। নায়িকা বাবার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালায়। ট্রেনে নায়কের সঙ্গে আলাপ। তারপর কিভাবে তাঁদের জীবনের মোড় ঘুরে যায় সেটাই দেখা গিয়েছে এখানে।