তোমাদের রাণী ধারাবাহিকে এখন আবার ধীরে ধীরে কাছাকাছি আসছে রানি এবং দুর্জয়। দীর্ঘদিনের দূরত্ব কমছে আসতে আসতে। এরই মাঝে চরম কটাক্ষের মুখে পড়তে হল তোমাদের রাণী ধারাবাহিকটিকে। কিন্তু কেন?
আরও পড়ুন: মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও দাপট কিং কোহলির! বিশ্বজয়ের পর কোন ৪ রেকর্ড গড়লেন বিরাট?
কটাক্ষের মুখে তোমাদের রাণী
সম্প্রতি তোমাদের রাণী ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয় চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সেই প্রোমোটি এরপর রানি এবং দুর্জয়ের ফ্যান পেজের তরফে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রানির বন্ধু তথা জা দেবযানীর বাচ্চা হবে। সন্তান প্রসবের যন্ত্রণা উঠেছে তার। কিন্তু হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতেই ডেলিভারি করায় দুর্জয় আর রানি। আর যে শিশুটিকে প্রোমোতে দেখানো হয় সে মোটেই যে সদ্যোজাত নয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। বরং বেশ বড়। আর এটা নিয়েই হাসাহাসি শুরু হয়েছে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এ কেমন বাচ্চা যার অ্যাম্বিক্যাল কর্ড কাটা হল না?' দ্বিতীয় জন লেখেন, 'পেট থেকে বেরিয়েই এত বড় হয়ে গেল!' তৃতীয়জন লেখেন, '১০ কেজি ওজনের বাচ্চাও তবে আজকাল ডেলিভারি হচ্ছে!' চতুর্থ জন লেখেন, 'ঠিকই আছে। হাসপাতালের কী দরকার। ধাই মা কন্সেপ্ট ফিরে এলেই হয়!'
তোমাদের রাণী ধারাবাহিক প্রসঙ্গে
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম হিট মেগা। এখানে মুখ্য ভূমিকায় অভিকা মালাকার এবং অর্কপ্রভকে দেখা যাচ্ছে। তাঁদের দুর্জয় রানির জুটি সোশ্যাল মিডিয়ায় হিট। সকলে তাঁদের ভালোবেসে দুর্জানি বলে ডাকে। এখানে অন্যান্য ভূমিকায় রিমঝিম মিত্র, মধুপ্রিয়া চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, প্রমুখকে দেখা যাচ্ছে। এটা প্রতিদিন স্টার জলসার পর্দায় সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হয়।