তোমাদের রাণী ধারাবাহিকে কাছাকাছি এসেও আবার দূরে গেল রানি এবং দুর্জয়। ফের ক্ষেপে লাল দর্শকরা। এবার তো আবার দেখানো হচ্ছে নায়িকাকে নাকি খুন করে ফেলা হয়েছে। তাহলে গল্পের মোড় বাঁক নেবে এবার কোন দিকে?
আরও পড়ুন: 'এই মানুষটার অবদান আমার জীবনে অতুলনীয়...' মধুচন্দ্রিমা থেকে ফিরে কাঞ্চন নয়, কার প্রশংসায় ভাসলেন শ্রীময়ী?
তোমাদের রাণী ধারাবাহিকের প্রোমো
তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হল স্টার জলসার তরফে। সেখান থেকেই জানা গিয়েছে যে রানি মারা গিয়েছে। আর এই বিষয়ে হাসপাতালে প্রশ্ন করতে হাজির হয়েছেন সাংবাদিকরা। সেখানেই তাঁরা অনিশাকে জিজ্ঞেস করেন যে রানিকে খুন করা হয়েছে কিনা? উত্তরে সে জানায় রানিকে তারা সবাই খুব ভালোবাসত। এই হাসপাতালের সবার খুব প্রিয় ছিল সে।
এরপরই দেখা যায় স্ত্রীকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছে দুর্জয়। তাকে তখন অনিশা বোঝায় যে দুনি ছোট, মেয়ের জন্য দুর্জয়কে স্বাভাবিক হতে হবে। আর ওরা দুজন মিলে দুনিকে স্বাভাবিক জীবন দেবে। এখন প্রশ্ন এটাই যে রানি কি সত্যিই খুন হয়েছে, করলে কে করল বড় বৌদি নাকি অনিশা? তাহলে কি অনিশা পাল্টায়নি? সবটাই ভরং? উত্তর সময় দেবে।
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আসার পরই চটে লাল হয়ে গিয়েছে দর্শকরা। তাঁদের সাফ দাবি হয় রানিকে ফেরাও নইলে আর ধারাবাহিক তাঁরা দেখবেন না। এক ব্যক্তি লেখেন, 'রানি ঠিক ফিরে আসবে। যদি না আসে তাহলে আর এই সিরিয়াল দেখবই না।' কেউ আবার লেখেন, 'অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নকল করছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সব এই অনিশাই ঘটাচ্ছে। ও ভালো হয়নি।'
আরও পড়ুন: 'সোজাসুজি বিচার করতে বসে যাই...', হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতবহ পোস্ট নাতাশার
তোমাদের রাণী প্রসঙ্গে
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম হিট মেগা। এখানে মুখ্য ভূমিকায় অভিকা মালাকার এবং অর্কপ্রভকে দেখা যাচ্ছে। তাঁদের দুর্জয় রানির জুটি সোশ্যাল মিডিয়ায় হিট। সকলে তাঁদের ভালোবেসে দুর্জানি বলে ডাকে। এখানে অন্যান্য ভূমিকায় রিমঝিম মিত্র, মধুপ্রিয়া চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, প্রমুখকে দেখা যাচ্ছে। এটা প্রতিদিন স্টার জলসার পর্দায় সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হয়।