তোমাদের রাণী ধারাবাহিকের যাঁরা নিয়মিত দর্শক তাঁরা বিগত বেশ কয়েকদিন ধরেই বলছিলেন যে তাঁরা দুর্জয় এবং রানিকে একসঙ্গে দেখতে চান। যদি তাঁদের পছন্দের দুর্জানি জুটিকে এভাবে ভেঙে দেওয়া হয়, আলাদা আলাদা রাখা হয় তাহলে তাঁরা এই ধারাবাহিক বয়কট করবেন। আর তারপরই জানা গেল রানি এবং দুর্জয়ের জীবনে আসতে চলেছে নতুন টুইস্ট। তবে কি আবারও তারা কাছে কাছাকাছি আসবে আবার?
আরও পড়ুন: দ্বিতীয়বার নিকাহ পড়লেন মুনাওয়ার! কার সঙ্গে গোপনে বিয়ে সারলেন বিগ বস ১৭ এর বিজয়ী?
তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমো
তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে রানি ডাক্তারি পাশ করে ফেলেছে। তাও টপ করেছে সে সেই পরীক্ষায়। অন্যদিকে কয়েক বছর বাইরে থাকার পর দেশে ফিরল দুর্জয়। এবার কি তবে দেখা হবে তাঁদের? এদিন স্টার জলসার তরফে এই প্রোমো পোস্ট করে লেখা হয়েছে, 'শুরু হল রানি ও দুর্জয়ের নতুন পথ চলা।'
আরও পড়ুন: জুতো থেকে হাতে থিকথিক করছে জোঁক, না ফেলে এটা কী কাণ্ড ঘটালেন মিমি?
আরও পড়ুন: রফির গান গেয়ে 'টাইম মেশিন' খেতাব জয় শুভর, বাংলার ছেলেকে টেক্কা দিতে পারলেন বিনীত?
কী দেখা যাচ্ছে এই মেগায়?
এদিন দেখা যাচ্ছে রানি যাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানে থেকেই সে পরীক্ষায় পাশ করে। তার মেয়েও বড় হয়। অন্যদিকে দুর্জয়ের কাছাকাছি থাকে অনিশা। তাঁদের ঘনিষ্টতা বেড়েছে। এমন সময় তাদেরই হাসপাতালে জুনিয়র হিসেবে জয়েন করে রানি। কিন্তু হাসপাতালে এসেই জানতে পারে দুর্জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন অবস্থায় কী করে মিল হবে আবার তাদের?
আরও পড়ুন: 'মাস্ক পরো...', অসুস্থতা কাটিয়েই মাঠে হাজির শাহরুখ, পাশে থেকে আগলে রাখলেন গৌরী
তোমাদের রাণী প্রসঙ্গে
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম হিট মেগা। এখানে মুখ্য ভূমিকায় অভিকা মালাকার এবং অর্কপ্রভকে দেখা যাচ্ছে। তাঁদের দুর্জয় রানির জুটি সোশ্যাল মিডিয়ায় হিট। সকলে তাঁদের ভালোবেসে দুর্জানি বলে ডাকে। এখানে অন্যান্য ভূমিকায় রিমঝিম মিত্র, মধুপ্রিয়া চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, প্রমুখকে দেখা যাচ্ছে। এটা প্রতিদিন স্টার জলসার পর্দায় সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হয়।