২০২৪ সালে এখনও অবধি মুক্তি পাওয়া ছবির ব্যবসার নিরিখে অতি উত্তম, নয়ন রহস্যকে ছাপিয়ে প্রথম স্থানে এটা আমাদের গল্প। প্রকাশ্যে এল সেরা ৫ ছবির ব্যবসার খতিয়ানও।
এই বছর মুক্তি পাওয়া কোন ছবি কেমন ব্যবসা করল?
সচনিল্কের তরফে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে এই বছর অর্থাৎ ২০২৪ সালে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া বাংলা ছবিগুলো কোনটা কেমন ব্যবসা করেছে সেটা তুলে ধরা হয়েছে। আর এই তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছে এটা আমাদের গল্প, নয়ন রহস্য, আলাপ ইত্যাদি ছবিগুলো।
ব্যবসার নিরিখে এই বছর সবার আগে রয়েছে এটা আমাদের গল্প। মানসী সিনহা তাঁর প্রথম ছবিতেই যে বাজিমাত করেছেন সেটা বলা যায়। তাঁর ছবিটি বিশ্বজুড়ে ১ কোটি ৭৩ লাখ টাকা আয় করেছে। এখানে মুখ্য ভূমিকায় আছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। দ্বিতীয় স্থানে আছে সৃজিত মুখোপাধ্যায়ের এক্সপেরিমেন্টাল ছবি অতি উত্তম। এটি বিশ্বজুড়ে ১ কোটি ২৮ লাখ টাকা আয় করেছে।
তৃতীয় স্থানে শত বিতর্ক, কটাক্ষ, ট্রোলের পরেও আছে সন্দীপ রায়ের নয়ন রহস্য। এটি বিশ্বজুড়ে ১ কোটি ৩ লাখ টাকা আয় করেছে। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে আছে আলাপ এবং ভূতপরী। আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী অভিনীত এই রমকম ছবিটি বক্স অফিসে ৮০ লাখ টাকা আয় করেছে। অন্যদিকে জয়া আহসান অভিনীত এই ভূতের ছবিটি বক্স অফিসে ৬৮ লাখ টাকা আয় করেছে।
এছাড়া ষষ্ঠ স্থানে আছে অঙ্কুশ হাজরা অভিনীত এবং প্রযোজিত প্রথম ছবি মির্জা। এটি বক্স অফিসে ৫৭ লাখ টাকা আয় করেছে।

জুন মাসেই মুক্তি পাচ্ছে একাধিক ছবি। তালিকায় আছে অযোগ্য, বুমেরাং, অথৈ, ইত্যাদি। এখন দেখার পালা এই ছবিগুলো এই রেকর্ড ভাঙতে পারে কিনা। কেমন ব্যবসা করে বক্স অফিসে। বুমেরাং ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। এটা একটি সায়েন্স ফিকশন ছবি। অন্য দিকে অযোগ্য ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের জুটির ৫০ তম ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবির পরিচালনা করেছেন। অথৈ ছবিটি অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি। ওথেলো ছবির বাংলা সংস্করণ হল এটি। মুখ্য ভূমিকায় থাকবেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং অর্ণ মুখোপাধ্যায়।