সিনেমা হলের থেকে এখন ওটিটি প্লাটফর্ম মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। শীতের মরশুমে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে দেখে ফেলুন এই সিনেমাগুলি। জমে যাবে মুভি ডেট।
Jack in Time for Christmas: অ্যামাজন প্রাইম ভিডিয়োয় ৩ ডিসেম্বর এই সিনেমাটি মুক্তি পেয়েছে। জ্যাক হোয়াইট হল নামের একটি চরিত্রকে এই সিনেমায় দেখানো হবে যে ক্রিসমাসে আমেরিকায় ফিরে আসার জন্য লড়াই করবে সময়ের সঙ্গে।
Churchill at War: ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিনেমাটি আপনাকে রোমাঞ্চিত করবে।
That Christmas Story: ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমাটি। রিচার্ড কার্টিশের বইয়ের ওপর ভিত্তি করে এই অ্যানিমেটেড সিনেমাটি আপনাকে ক্রিসমাসের সেই আনন্দ দেবে।
Smile 2: অ্যামাজন প্রাইম ভিডিয়ো, BookMyShow স্ট্রিম, Apple Tv এই তিনটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এই সিনেমাটি। ২০২২ সালের হরর সেনসেশনের সিকুয়েল হতে চলেছে এই সিনেমা।
আরও পড়ুন: ‘বৌদি’ ইপ্সিতাকে ডিভোর্স! সুন্দরীকে বাহুডোরে আগলে রোম্যান্সে মজে অর্ণব, চিনুন পাত্রীকে
Amaran: ৫ ডিসেম্বর নেটফ্লিক্স ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এটি। মেজর মুকুন্দ ভরদরাজনের জীবনকে ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে।
Black Doves: ৫ ডিসেম্বর এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। আন্ডারওয়ার্ল্ডের ছবি তুলে ধরা হবে এই সিনেমায়। দিনে একজন সাধারণ গৃহবধূ এবং রাতে গোপন অপারেটিভ হিসেবে কাজ করেন এই সিনেমার প্রধান চরিত্র।
A Nonsense Christmas with Sabrina Carpenter: ৬ ডিসেম্বর এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এটি মূলত কমেডি ভিত্তিক একটি সিনেমা যা আপনার ছুটির দিনগুলোকে স্পেশাল করে তুলবে।
Jigra: আলিয়া ভাট অভিনীত সিনেমাটি ৬ ডিসেম্বর মুক্তি পাবে নেটফ্লিক্সে। ভাইকে উদ্ধার করার জন্য এক দিদির অপরিসীম লড়াই দেখা যাবে এই সিনেমায়।
Agni: অ্যামাজন প্রাইম ভিডিয়োয় ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা। অগ্নি নির্বাপকদের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি।
Fly Me to the Moon : Apple Tv+ নামক ওটিটি প্লাটফর্মে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। অ্যাপেলো ১১ চাঁদে অবতরণের সময় ঠিক কী হয়েছিল হাস্যকৌতুক ভঙ্গিতে দেখানো হবে সিনেমায়।
Mary : ৬ ডিসেম্বর প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে সিনেমাটি। বাইবেলের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে যেখানে মাদার মেরিকে নতুন করে কল্পনা করা হয়।
The Sticky: ৬ ডিসেম্বর প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে এই সিনেমাটি। কানাডার কুখ্যাত ম্যাপের সিরাপ ফিস্ট দ্বারা অনুপ্রাণিত এই ডার্ক কমেডি সিরিজটি আপনাকে মুগ্ধ করবে।
A Nonsense Christmas: আগামী ৭ ডিসেম্বর প্রাইম ভিডিয়োয় এই সিনেমাটি মুক্তি পাবে। নাম শুনেই বুঝতে পারছেন একটি অদ্ভুত ক্রিসমাসের দৃশ্য আপনি দেখতে পাবেন সিনেমায়, যা আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে।
Kerala Crime Files Season 2: ১১ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টার মুক্তি পাবে সিনেমাটি। এই সিকুয়েল দর্শকদের অপরাধ তদন্তের জগতে হারিয়ে নিয়ে যাবে।
আরও পড়ুন: ‘কখনও কোনও একটা কারণে সম্পর্ক ভাঙে না…’! অনুপমকে ডিভোর্স, ‘২ বাচ্চার মা’ ট্রোল, মুখ খুললেন পিয়া
Carry-On : ১৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে এটি যেখানে একজন TSA এজেন্টকে ব্ল্যাকমেইল করা হয়, যাতে তারা ক্রিসমাসের আগের ফ্লাইটে বিপদজনক প্যাকেজ পাচার করতে সাহায্য করে অপরাধীদের। তারপর? জানতে হলে দেখতে হবে সিনেমাটি।
Singham Again: আগামী ২৭ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে রোহিত শেট্টি পরিচালিত সিংঘম এগেন। এই সিনেমায় অজয় দেবগনের পাশাপাশি অভিনয় করবেন করিনা কাপুর খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ সহ একাধিক তারকা।