চলতি বছরের শেষে, বড়দিনের ঠিক মুখেই মুক্তি পেতে চলেছে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। তার আগেই ভাইরাল এই ছবিতে টোটা রায়চৌধুরীর নাচের ভিডিয়ো। এবার প্রকাশ্যে এল সেই গোটা গানটি। তদন্ত ফেলে ডিস্কে ঊষা উত্থুপের গানের সুরে একে অন্যকে কাঁটায় কাঁটায় টক্কর দিলেন টোটা এবং শান্তনু।
আরও পড়ুন: শীতের দুপুরে ব্যাডমিন্টনে মন কৌশিকীর! 'ছোটবেলার নস্টালজিয়া' উসকে যোগ দিলেন শান্তনু-ইমনও
মুক্তি পেল ‘চালচিত্র’ ছবিটি থেকে ‘জানি না মানে’ গানটি
মুক্তি পেল প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’র প্রচারমূলক গান ‘জানি না মানে’। এই গানটিতে প্রথমবার একসঙ্গে নাচতে দেখা গেল টোটা রায়চৌধুরী এবং শান্তনু মাহেশ্বরীকে। গানটি গেয়েছেন ঊষা উত্থুপ। লিখেছেন ঋতম সেন এবং প্রতিম ডি গুপ্ত। গানটি কম্পোজ করেছেন দেবজ্যোতি মিশ্র।
‘জানি না মানে’ গানটিতে কয়েক ঝলক দেখা মিলল অভিনেত্রী লহমা ভট্টাচার্যর। কিন্তু তাঁর সৌন্দর্য, হটনেসকে ছাপিয়ে গেল টোটা এবং শান্তনুর ক্যারিশমা। তাঁদের নাচে মুগ্ধ হতে হয় বইকি। দুজনেই যে প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী সেটা ভিডিয়োটি দেখলে বেশ ভালোই বোঝা যাচ্ছে। তবে এই আইটেম সংটি কোরিওগ্রাফ করেছেন পালকি মালহোত্রা। ডিস্কে দুই তারকাকেই কাঁটায় কাঁটায় টক্কর দিতে দেখা গিয়েছে একে অন্যকে।
‘জানি না মানে’ গানটি নিয়ে কী জানিয়েছেন প্রতিম?
প্রতিম ডি গুপ্ত তাঁর আসন্ন ছবি চালচিত্রর এই সদ্য মুক্তি পাওয়া গানটি প্রসঙ্গে জানিয়েছেন, 'এই সময়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার গানে হয় পুরনো গানের নকল হয়, নাহলে তাতে বলিউড বা দক্ষিণী ছবির প্রভাব দেখে যাচ্ছে। সেখানে আমাদের ছবির গান জানি যা মানে একবারে নতুন ধরনের, অনবদ্য ডান্স নম্বর। উষা উথ্থুপ, আমাদের সবার প্রিয় উষাদির গাওয়া গানে শান্তনু আর টোটা নাচ আশা করছি দর্শকদের খুবই পছন্দ হবে।'
আরও পড়ুন: কয়লাখনিতে 'কিশোরী' ইধিকার সঙ্গে রোম্যান্স দেবের! অন্তরা-রথিজিতের গান শীতেই আনল বসন্তের আমেজ
চালচিত্র ছবিটি প্রসঙ্গে
প্রসঙ্গত আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। মুখ্য ভূমিকায় টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী ছাড়াও থাকবেন অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বসু, অপূর্ব, রাইমা সেন, প্রমুখ।