শীতের ছুটিতে একসঙ্গে দুটো কাজ মুক্তি পেয়েছে টোটা রায় চৌধুরীর। বক্স অফিসে বেশ ভালোই সাড়া পাচ্ছে চালচিত্র। রিভিউ এবং ভিউজে বিশেষ পিছিয়ে নেই ভূস্বর্গ ভয়ঙ্করও। এমন অবস্থায় অভিনেতাকে পরিবারের জন্য উদযাপনে ভাসতে দেখা গেল। সদ্যই তাঁর এবং তাঁর বেটার হাফ শর্মিলী রায়চৌধুরীর বিয়ের ২৫ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যে এদিন তাঁরা পার্টি দিয়েছিলেন। কারা এসেছিলেন সেই অনুষ্ঠানে?
আরও পড়ুন: খাদান জ্বরে থরহরি কাঁপছে বাংলা! প্রথম দিনেই ঘরে কত তুলল দেবের ছবি?
আরও পড়ুন: বলিউড-দক্ষিণ নয়, টলিউডও পারে, প্রমাণ করলেন দেব! অ্যাকশন থেকে নাচ-গানে ঠাসা খাদান কেমন হল?
টোটা রায়চৌধুরীর ২৫ বছরের বিবাহবার্ষিকী
গত ১৩ ডিসেম্বর ২৫ বছর পূর্ণ হয় টোটা রায়চৌধুরী এবং শর্মিলী রায়চৌধুরীর বিয়ের। সেদিন স্ত্রীকে শুভেচ্ছাও জানান অভিনেতা। বেটার হাফের জন্য লেখেন, 'সহযোদ্ধা, সহযাত্রী, সহধর্মিনী… তুমি ছিলে তাই পঁচিশ বছর ধরে নানান ঘাত প্রতিঘাত, ঝড় ঝাপটা ও বিপদসঙ্কুল পথ অনায়াসে অতিক্রম করতে পেরেছি। তুমি ছিলে তাই প্রকৃত বন্ধুত্ব ও প্রণয় অনুভব করতে পেরেছি। তুমি ছিলে তাই গৃহটিকে বাসায় পরিণত করতে পেরেছি... ভালো বাসা। ২৫তম বিবাহবার্ষিকীর প্রাণখোলা শুভেচ্ছা ও হৃদয় নিঃসৃত ভালবাসা নিও।' শনিবার, ২১ ডিসেম্বর ধুমধাম করে তাঁদের বিয়ের রৌপ্যজয়ন্তী পালন করতে দেখা গেল।
এদিনের অনুষ্ঠানে টোটা একটি সাদা সিল্কের পঞ্জাবি পরেছিলেন। সঙ্গে ধুতি। তাঁর পঞ্জাবিতে সোনালি জরির ছোট ছোট মোটিফ দেখা গিয়েছে। অন্যদিকে তাঁর স্ত্রী শর্মিলী পরেছিলেন গোলাপি রঙের একটি বেনারসি। সঙ্গে সোনার গয়না, মাথায় লাগিয়েছিলেন মরশুমি ফুল। তিনতলা কেক কেটে পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিয়ে বিশেষ দিনের উদযাপনে ভাসতে দেখা যায় তাঁদের।
এদিন টোটা রায়চৌধুরী এবং শর্মিলী রায়চৌধুরীর বিবাহবার্ষিকীতে টলিউডের একাধিক পরিচিত মুখকে দেখা গিয়েছে। এসেছিলেন অভিনেতা তথা বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়, প্রমুখ। এসেছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই।
আরও পড়ুন: ঝরঝরে-মেদহীন স্ক্রিপ্টে থ্রিল-টুইস্ট ভরপুর! মাস্ট ওয়াচ ‘চালচিত্র’-এ 'শোস্টপার' তানিকা
টোটা রায়চৌধুরীর কাজ
টোটা রায়চৌধুরীকে বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত শেষ ফেলুদা সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্করে দেখা যাচ্ছে। সেখানে তিনি আবারও ফেলুদা হয়েই ধরা দিয়েছেন। তাঁর সঙ্গে আছেন অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র, ঋদ্ধি সেন, রজতাভ দত্ত, প্রমুখ।
এছাড়া প্রতিম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসারের চরিত্রে ধরা দিয়েছেন তিনি। দর্শকদের থেকে তুমুল সাড়া পাচ্ছে এই ছবিটি।