৯০ দশকের ছেলে মেয়ে মানেই শীতের ছুটিতে ফেলুদার বই বা সিনেমা। এই বছরও তার অন্যথা হচ্ছে না। বড়দিনের ছুটি জমাতে প্রস্তুত ফেলুদা। তবে না, এবার আর বড় পর্দায় নয়। বরং ওয়েব মাধ্যমে সদলবলে আসছে পিসি মিটার। আর তার আগে এদিন প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।
ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজের ট্রেলার
হইচই প্ল্যাটফর্মে আসছে ভূস্বর্গ ভয়ঙ্কর। ফেলুদা হিসেবে আবারও ফিরলেন টোটা রায়চৌধুরী। সঙ্গে জটায়ু হিসেবে অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র তোপসে হিসেবে। সিরিজের শুরুতেই ফেলুদাকে তাঁর নিজস্ব কায়দায় তাঁর নাম বলতে শোনা যায়। তারপর একে একে ফুটে উঠে বরফ ঢাকা কাশ্মীরের অপরূপ সৌন্দর্য এবং রূপ। কিন্তু তার মাঝেই তালগোল পাকিয়ে চলে আসে থ্রিল, রহস্য, সাসপেন্স। প্রাক্তন বিচারপতি সিদ্ধেশ্বর মল্লিকের মৃত্যু এবং তাঁর আংটি খোয়া যাওয়া নিয়ে কেস সমাধান করতে নামেন ফেলুদা। তারপর... যাঁরা গল্প পড়েছেন তাঁরা তো জানেনই। আর যাঁরা জানেন না, বা বই পড়ার অভিজ্ঞতা আবারও চোখের সামনে দেখতে চান তাঁদের জন্য আসছে সিরিজ।
ভূস্বর্গ ভয়ঙ্কর ছবিটির ট্রেলারে যেমন কাশ্মীরের অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয়েছে, তেমনি আছে অ্যাকশনের ঝলক। আছে সাসপেন্স, থ্রিল। ফলে সবটা মিলিয়ে এই ট্রেলারে যে আকর্ষণীয় হয়েছে, এবং নেটিজেনদের নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
ভূস্বর্গ ভয়ঙ্কর প্রসঙ্গে
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত এই সিরিজে ফেলুদা, তোপসে এবং জটায়ু কারা হয়েছেন তো আগে বললাম। এবার জানাই টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন রজতাভ দত্ত, ঋদ্ধি সেন, শাওন চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, প্রমুখ।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'সোনার কেল্লার সিনটা কে কে লক্ষ্য করেছো? যাই হোক ভালো হয়েছে।' আরেকজন লেখেন, 'অসাধারন, ট্রেলার দেখে তো আশা জাগছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আরে! আরে! মাগনলাল (মেঘরাজ) জিকে দেখলাম যেন! যাই হোক ট্রেলারটা সুন্দর করেছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'টোটার আগের রোবটিক অভিনয়ের থেকে এটা অনেক বেশি সাবলীল দেখাচ্ছে, তবে ফেলুদা আমাদের কাছে একটা নস্টালজিক ইমোশনের জায়গা, আর সেই নস্টালজিক অনুভূতির জায়গাটাকে কেন জানিনা এই ট্রেলার ছুঁতে পারল না।'