বাংলা নিউজ > বায়োস্কোপ > Tota Roy Chowdhury: কম পরিশ্রমিক নেন বলেই নাকি মুম্বই থেকে ডাক পান ‘রোহিত’ টোটা! দিলেন মোক্ষম জবাব

Tota Roy Chowdhury: কম পরিশ্রমিক নেন বলেই নাকি মুম্বই থেকে ডাক পান ‘রোহিত’ টোটা! দিলেন মোক্ষম জবাব

টোটা রায়চৌধুরী।

বাংলার দর্শকদের মুম্বইতে কাজ করতে যাওয়া নিয়ে সমালোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। 

স্টার জলসার ধারবাহিকের দৌলতে বাঙালির ঘরে ঘরে এখন পরিচিত মুখ টোটা রায়চৌধুরী অর্থাৎ সকলের প্রিয় রোহিত সেন। আট থেকে আশির ক্রাশ এখন তিনি। তাঁর মুখের হাসি, কথা বলা, বউ শ্রীময়ীকে আগলে রাখা দেখে প্রেমে পড়েছেন অনেকেই! সৃজিতের ফেলুদা তিনি। তবে ‘ফেলুদা’ হিসেবে যতটা না জনপ্রিয়, তাঁর বেশি তিনি পরিচিত ‘রোহিতদা’ হিসেবে। 

তবে, আজকাল চুটিয়ে বলিউডেও কাজ করছেন টোটা। সম্প্রতি কাজ করে এসেন করণ জোহরের ‘রকি অওর রনি’ ছবিতে। টলিউডের অভিনেতাদের বলিউডে কাজ করতে যাওয়া নিয়ে বর্তমানে সমালোচনায় মুখর টলিপাড়ার একটা অংশ। তাঁদের দাবি, কম টাকায় কাজ করানোর সুযোগ পেয়ে বাংলা থেকে অভিনেতাদের নিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি আনন্দবাজার ডিটিটালকে দেওয়া সাক্ষাৎকারে টোটা রায়চৌধুরী জানান, ‘টলিউডের বেশির ভাগ মানুষের রাশি যে কর্কট, আমি জানি। সেটা তাঁদের কাঁকড়াপনা দেখলেই বোঝা যায়। ওঁরা জানেনই না, সর্বভারতীয় স্তরে যা পারিশ্রমিক সেটাই আমরা পাই বা নিই। ওঁদের মাথাতেও আসে না, কলকাতা থেকে অভিনেতা নিয়ে যাওয়ার খরচা বেশি। থাকা, খাওয়া, সব মিলিয়ে। বলিউডের থেকে শিল্পী নিলে বরং কম খরচে হয়ে যায়। তবু ওঁরা আমাদের ডাকেন কাজের মান দেখে।’

টোটা আরও জানান, যেহেতু সর্বভারতীয় দর্শকদের কাছে বাংলার শিল্পীরা অচেনা মুখ, য়েটার কারণেও ডাক আসে। কারণ, নতুন মুখের চাহিদা সর্বত্র। পাশাপাশি বরবারই বাংলার শিল্পীদের অভিনয়ের ক্ষমতা প্রশংসিত হয়েছে। এটাও ডাক আসার একটা কারণ বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, ‘এখন বলিউডে শারীরিক গঠন, সৌন্দর্য, নাচাগানা পিছনের সারিতে। বদলে বিষয় নির্ভর কাজ হচ্ছে। যার জন্য বাংলার খ্যাতি বরাবরই। সেখানে আমরা পোক্ত। তাই আমাদের ঘুরে ফিরে ডাক আসে।’

সঙ্গে করণ জোহরের প্রশংসায় পঞ্চমুখ টোটা। জানালেন খুব সম্মানের সঙ্গে তিনি কাজ করেছেন করণের সঙ্গে। শিক্ষিত, ভদ্র, নম্র বলেও উল্লেখ করেন টোটা। জানান, ‘ওঁর থেকে যে সম্মান পাচ্ছি, বাংলায় হাতেগোনা কিছু মানুষ আমায় সেই সম্মান দিয়েছেন। সবাইকে খুব আপন করে নেন। ওঁর সংস্থায় যাঁরা কাজ করেন তাঁরা কিন্তু সকলেই করণ জোহর বলতে অজ্ঞান।’

বন্ধ করুন