শুধু টলিউড নয়, বলিউডেও সমানভাবে তিনি নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। তবে শুধু অভিনয় দক্ষতা নয়, অপূর্ব নৃত্যশৈলীর প্রদর্শনীও তিনি করেছেন সিনেমার মাধ্যমে। রয়েছে হাজার হাজার মহিলা অনুরাগী। কিন্তু এত কিছুর পরেও কীভাবে নিজের স্বামীর উপর আশ্বাস রেখেছেন শর্মিলী?
কীভাবে শুরু হয়েছিল প্রেম কাহিনী?
কলেজে পড়াকালীন একে অপরের সঙ্গে আলাপ। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। আর পাঁচটা সম্পর্কের মতোই এই সম্পর্ক গড়ে উঠেছিল নিজের খেয়ালে। অবশেষে প্রেম পরিণতি পায় বিয়েতে। একসঙ্গে শুরু হয় পথ চলা। তারপর কেটে যায় প্রায় ২৫ টা বসন্ত। সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা। স্বামী তারকা হলে অনেক সময় স্ত্রীর মনে বাসা বাঁধে সন্দেহ, টোটার স্ত্রী শর্মিলীর ক্ষেত্রেও কি তাই হয়েছিল? কি বললেন শর্মিলী?
সম্প্রতি আনন্দবাজার অনলাইনে সাক্ষাৎকার দিতে গিয়ে শর্মিলী বলেন, ‘টোটা বরাবর নিয়ম নিষ্ঠা মেনেই চলে। ও কিছু এমন নিয়ম প্রথম থেকেই তৈরি করেছিল যা সারা জীবন ও নিজেই মেনে চলে। মানুষ হিসাবে ভীষণভাবে সৎ টোটা। আমার শ্বশুর মশাইয়েরও এই গুন ছিল। তিনিও ভীষণ সৎ এবং নিষ্ঠাবান ছিলেন। সব থেকে বড় কথা, পরিবারকে ভীষণ ভালবাসতেন তিনি।’
আরও পড়ুন: ‘…এই খুনে এক ফোঁটাও তৃণমূল যুক্ত নয়’, আরজি কর মামলায় সন্দীপ-অভিজিতের জমিনে ‘পালটি’ অরিত্রর?
আরও পড়ুন: করিশ্মা কা করিশ্মা-র ছোট্ট এই রোবটকে মনে আছে? বিয়ে করলেন ঝনক, রইল পাত্রের পরিচয়
প্রথম থেকেই কিন্তু হাউস ওয়াইফ ছিলেন না শর্মিলী, টুকটাক মডেলিং করতেন তিনি। তারকা হওয়ার স্বপ্নও ছিল। তাহলে কি বিয়ের জন্যই সবকিছু স্থগিত হয়ে গেল? কেরিয়ার এবং বিয়ে নিয়ে শর্মিলী বলেন, ‘টোটা বিয়ের আগেই আমাকে বলেছিলেন সংসারটাও কিন্তু সামলাতে হবে। মডেলিং এবং সংসার যদি দুটো একসঙ্গে না চালানো যায় সেক্ষেত্রে হয়তো একদিকটা বেছে নিতে হতে পারে। তাই আমি প্রথম থেকেই সংসারকে বেছে নি।’
শর্মিলীর কথায়, ‘পেশাজীবন নিয়ে কখনওই সচেতন ছিলাম না আমি। মনে হয়েছিল একজন সংসার সামলাক অন্যজন সন্তান। এইভাবেই হয়তো সংসারটা সুখে ভরে উঠবে।’ তবে একেবারেই বসে থাকেন না শর্মিলী। পারিবারিক ব্যবসা সামলান মন দিয়ে।
আরও পড়ুন: সুস্মিতার জন্য রান্নাঘরে ওমলেট বানাচ্ছেন সাহেব,সাক্ষী মা! ‘বিয়েটা পাকা?’ প্রশ্ন ‘কথা’ ফ্যানেদের
আরও পড়ুন: ‘দিন গুণছি…’! মার জন্মদিনে লিখলেন অন্বেষা, কেন পদবি ব্যবহার করেন না স্বস্তিকা-কন্যা
২৫ বছর কেটে গেল, স্বামী অভিনয় করেছেন বহু অভিনেত্রীর সঙ্গে। কখনও কি মনে স্বামীকে নিয়ে সন্দেহ জেগেছে? জিজ্ঞাসা করায় হেসে শর্মিলী বলেন, ‘বাইরে থেকে যতই ওকে উজ্জ্বল দেখতে হোক না কেন, ও কিন্তু একদম ঘরোয়া। সব থেকে বড় কথা সহ অভিনেত্রীরা সবসময় ওকে দাদা বলে সম্বোধন করেন, তাই সন্দেহ কখনও মনে বাসা বাঁধেনি।’