বাংলা নিউজ > বায়োস্কোপ > বন্ধুর আগমন বার্তা পাল্টে দিল বরুণবাবুর জীবন, তবে বন্ধুটি কে?

বন্ধুর আগমন বার্তা পাল্টে দিল বরুণবাবুর জীবন, তবে বন্ধুটি কে?

ট্রেলার লঞ্চ ইভেন্টে পরিচালক অনীক দত্তর সঙ্গে 'বরুণবাবু' সৌমিত্র চট্টোপাধ্যায়।

মঙ্গলবার সামনে এল বরুণবাবুর বন্ধুর ট্রেলার। প্রথমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন পরিচালক অনীক দত্ত।
  • সাহিত‌্যিক রমাপদ চৌধুরির লেখা কাহিনি ‘ছাদ’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট‌্য।
  • বরুণবাবুর বন্ধু আসছেন, কবে আসছেন তা জানা নেই তবে বরুণবাবুর বন্ধুকে স্বাগত জানাতে ঠিক কতটা ততপর বরুণবাবুর পরিবার তার ঝলক সামনে এল মঙ্গলবার। ভাবছেন বরুণবাবু কে? তার বন্ধুই বা কে?

    অনীক দত্তর আসন্ন ছবি বরুণবাবুর বন্ধুতে বরুণবাবুর চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে বরুণবাবুর বন্ধুটি কে-সেই নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আগেই প্রশংসা কুড়িয়েছে এই ছবি। এবার আম জনতার সামনে হাজির হবেন বরুণবাবুর বন্ধু।

    সাহিত‌্যিক রমাপদ চৌধুরির লেখা কাহিনি ‘ছাদ’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট‌্য। এক কথায় একটা অনীক দত্তের অন্য এক ছবি। সৌমিত্র ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ন চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী।



    অনীক দত্তর কথায়, ট্রেলারে যেমনটা দেখা যাচ্ছে, ‘বরুণবাবুর বন্ধু এক অশীতিপর বৃদ্ধের গল্প। যে নিজের আশেপাশের মানুষগুলোর থেকে আলাদা হয়ে পড়ছেন। তিনি নিজের আদর্শগুলোর সঙ্গে আপস করতে রাজি নন। কিন্তু রাতারাতি বদলে যায় তাঁর জীবন, হঠাত্ করে আশেপাশের মানুষগুলোর জন্য বরুণবাবু গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। সেই অবস্থার সঙ্গে নিজের ভঙ্গিতে কেমনভাবে মানিয়ে নেবেন বরুণবাবু-সেই গল্পই বলবে এই ছবি’।


    ট্রেলার লঞ্চে সামিল সৌমিত্র, মাধবী, অর্পিতা, ঋত্বিক, দেবজ্যোতি মিশ্র এবং অনীক দত্ত
    ট্রেলার লঞ্চে সামিল সৌমিত্র, মাধবী, অর্পিতা, ঋত্বিক, দেবজ্যোতি মিশ্র এবং অনীক দত্ত


    এক চিঠি বদল দেবে বরুণবাবুর জীবন। যে চিঠিতে রয়েছে বরুণবাবুর বন্ধুর আগমন বার্তা, যিনি কিনা তাঁর ‘চড্ডি বড্ডি ইয়ার’। তার পরিচয় প্রকাশিত না হলেও তিনি যে কোনো ভিভিআইপি, তা পরিস্কার। বাকি প্রশ্নের উত্তরগুলো না হয় থিয়েটারের জন্যই তোলা থাকল।

    মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা চট্টোপাধ্যায়, ডানদিকে ঋত্বিক চক্রবর্তী
    মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা চট্টোপাধ্যায়, ডানদিকে ঋত্বিক চক্রবর্তী



    ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই শীতেই আসছে বরুণবাবুর বন্ধু।


    বন্ধ করুন