বহুদিন ধরে দর্শকরা অধীরে অপেক্ষা করে রয়েছেন সৌমিতৃষা কুণ্ডুর ওয়েব ডেবিউর। জি বাংলার মিঠাই দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়ার পর, বড় পর্দায় দেবের নায়িকা হিসেবে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। আর এবারে তিনি আসছেন হইচইয়ের ওয়েব সিরিজ কালরাত্রিতে।
এক নব্য বিবাহিত বধূ-র চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। নাম তার দেবী। বিয়ে হচ্ছে এক বনেদি বাড়িতে। বরের নাম রুদ্র। বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখতে না রাখতেই দেবী আভাস পায়, এই সংসারটা বড্ড কেমন যেন। তাঁর বর রুদ্র আর বর জা রাইয়ের মধ্যে সম্পর্ক যে স্বাভাবিক নয়, সেটাও ফুটে ওঠে বধূবরণের সময়তেই।
আরও পড়ুন: বচ্চন বাড়িতে এই বিশেষ কাজে কেউই সামিল করতে চান না অমিতাভকে! কেবিসি-তে খোলসা অভিষকের
এমনকী, দেখা যায় কালরাত্রির দিনই রুদ্র আর রাই ঘনিষ্ঠ হয়। দেবী বুঝে যায়, রায়বর্মনদের রন্ধ্রে রন্ধ্রে পাপের গন্ধ! এমনকী নিজের শ্বশুকেও সে দেখে ফেলে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থাতে। আর এরই মাঝে কেউ খুন করে যায় রুদ্রকে। তদন্তে আসে পুলিশ। সন্দেহের তালিকায় গোটা পরিবারই! বিয়ে হতে না হতেই, কে খুন করল রুদ্রকে?
আরও পড়ুন: বিয়ের বয়স ছিল বছর ২, পথ দূর্ঘটনায় প্রয়াত বাংলাদেশের নায়িকা পরীমনির প্রথম স্বামী
দেখা যাবে, বিয়ের পরপরই স্বামীর মৃত্যুতে যেমন শোকে বিহ্বল দেবী, তেমনই আবারমরিয়া রহস্য উদঘাটন করতে। শনিবারই সামনে এল কালরাত্রির ট্রেলার। আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ‘সানাইয়ের পরিবর্তে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ, আর উলুর পরিবর্তে চিৎকার! আলতার বদলে আছে রক্ত, আর আত্মীয়দের মধ্যে রহস্য! দেবীর অশুভ বিবাহতে আমন্ত্রণ জানানো হচ্ছে সকলকে।’
আরও পড়ুন: আনন্দীতে আসছেন স্বীকৃতি মজুমদার, তাহলে কি অসুস্থতার কারণে জি বাংলার মেগা থেকে বাদ গেলেন অন্বেষা?
কালরাত্রি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। আর দেবীর চরিত্রে রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু ও রুদ্রর চরিত্রে ইন্দ্রাশীষ রায়। এছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, সৈরীতি বন্দ্যোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়-সহ আরও অনেককে। ট্রেলার থেকেই স্পষ্ট, এটি মার্ডার মিস্ট্রি। আর পরতে পরতে তাই উত্তোজনা। জটিল রহস্য উদঘাটন চোখ সরাতে দেবে না পর্দা থেকে। ৬ ডিসেম্বর থেকে প্রিমিয়ার হবে কালরাত্রি হইচই ওয়েব প্ল্যাটফর্মে।