নতুন এন্থোলজী আনছে ধাগা প্রোডাকশন। সৌল দ্যা স্কাই লাউঞ্জে এই ছবির কথা ঘোষণা করা হল। সুমিত ভট্টাচার্য এবং বাপ্পা পরিচালিত এই থ্রিলার ছবির নাম হবে ত্রিভুজ। ডার্ক গল্প নিয়ে তৈরি হবে এই ছবি।
জানা গিয়েছে তিনটি ছোট ছোট ডার্ক গল্প নিয়ে এই এন্থোলজী তৈরি হবে। ডার্ক থ্রিলার গল্পের উপর ভিত্তি করেই তৈরি হবে ত্রিভুজ। টলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতাদের দেখা যাবে এই ছবিতে, এঁদের মধ্যে আছেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চ্যাটার্জি, অনিন্দ্য ব্যানার্জি, সায়নী গুহঠাকুরতা, অপরাজিতা ঘোষ, অনুভব কাঞ্জিলাল, সৌম্য ব্যানার্জি, প্রমুখ। আকাশ সিনহাকে দেখা যাবে এই গল্পের প্রধান চরিত্রে। আকাশ সিনহা ইতিমধ্যেই একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন এর মধ্যে রয়েছে গ্যাংস অব ওয়াসিপুর, লাঞ্চ বক্স, ফটোগ্রাফ ইত্যাদি। তিনি এই অল্প বয়সেই একাধিক খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যেমন নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাজকুমার রাও, প্রমুখ। এছাড়া তাঁকে আয়ুষ্মান খুরানার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির ডক্টর জিতেও দেখা গিয়েছে।
বাপ্পা আগামী মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে। একটা লম্বা কাস্টিং লিস্ট নিয়ে তিনি কাজে নেমেছেন। এর আগেও তিনি বহু পরিচিত মুখের সঙ্গে কাজ করেছেন। শুধু কাজ করেছেন যে এমনটা নয়, তাতে সাফল্য পেয়েছেন। জানা গিয়েছে বাপ্পা পরিচালিত এই এন্থোলজী ২০২৩ সালে মুক্তি পাবে।
তিনটি গল্পকে পরিচালক এই ছবিতে একটি সুতোয় বেঁধেছেন। একটি গল্প আঁকা নিয়ে, তারপরের তিনি ছবি তোলা বা ফটোগ্রাফি নিয়ে এবং শেষেরটি ভিডিওগ্রাফি নিয়ে। এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন জয়দীপ এবং সমিত। কিন্তু ভাবনা সম্পূর্ণ পরিচালকের। প্রাঞ্জল দাস এই ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন। সুরজিৎ পাল মেকআপ আর্টিস্ট হিসেবে আছেন, আর্টে আছেন সুরজিৎ এবং অর্পণ। অরিত্র দত্ত বণিক এই ছবির সম্পাদনা করছেন। অপু মুখার্জি সামলাবেন সিনেমাটোগ্রাফির দায়িত্ব।
এই বিষয়ে বলে রাখা ভালো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো শেষ। এখন বড়দিনের অপেক্ষা। তার আগেই অবশ্য বাঙালি মেতে উঠবে বিয়ে বাড়ি নিয়ে। অন্যদিকে এক গুচ্ছ নতুন বাংলা ছবি আছে মুক্তির অপেক্ষায়। আর বেশ কিছু ছবি শ্যুটিং শুরুর অপেক্ষায়। তাদের অন্যতম হচ্ছে বাপ্পার এই নতুন ছবি ত্রিভুজ। ডিসেম্বরে শুরু হবে এই ছবির শ্যুটিং। মুক্তি পাবে আগামী বছর।