বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের সঙ্গে একবার অডিশন দিয়েছিলেন সৃজিতের ছবির এই বাঙালি নায়িকা! চেনেন এঁকে?

সুশান্তের সঙ্গে একবার অডিশন দিয়েছিলেন সৃজিতের ছবির এই বাঙালি নায়িকা! চেনেন এঁকে?

সুশান্ত এবং ত্রিধা।

অনেকেই জানেন না সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি সুপারহিট ছবির জন্য অডিশন দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী।

অনেকেই জানেন না সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি সুপারহিট ছবির জন্য অডিশন দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী। ছবির নাম? এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। ছবিতে দিশা পানি অভিনীত চরিত্রটির জন্য অডিশন দেওয়ার জন্য প্রথমে ডাক পড়েছিল ত্রিধা। ছবির পরিচালক নীরজ পান্ডের অফিসে সুশান্তের পাশে বসে এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তবে বলাই বাহুল্য শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হননি এই ছবির জন্য। দিশা পাটানির ভাগ্যেই শিকে ছিড়ে পড়েছিল।

এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবির পোস্টার। (ছবি সৌজন্যে - ফেসবুক)
এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবির পোস্টার। (ছবি সৌজন্যে - ফেসবুক)

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা নিজেই জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের 'মিশর রহস্য' ছবির নায়িকা। সেখানেই কথার ফাঁকে সুশান্তের প্রসঙ্গ উঠলে তিনি জানান যে সুশান্তের সঙ্গে কাটানো ওই মুহূর্তের স্মৃতি আজও তাঁর কাছে ভীষণভাবে উজ্জ্বল। 'এম এস ধোনি'-র স্ক্রিপ্ট রাইডিং সেশনেই তাঁকে নানানভাবে সাহায্য করেছিলেন সুশান্ত। অত জনপ্রিয় একজন বলি-তারকার তরফে এমন সৌজন্যতা ও ব্যবহারে উনিশটা পেয়ে যারপরনাই মুগ্ধ হয়েছিলেন ত্রিধা।

এরপর রিয়া চক্রবর্তী নিয়েও মুখ খোলেন 'আশ্রম' ওয়েব সিরিজের এই বাঙালি অভিনেত্রী। সামান্য ক্ষোভ উগরে তিনি জানান যে রিয়া অত্যন্ত দাম্ভিক একজন মানুষ। ২০১৪ সালে শিমলাতে একটি ছবির শ্যুটিংয়ে তিনি এবং রিয়া একসঙ্গে কাজ করেছিলেন। নানান জটিলতার কারণে সে ছবি আজও মুক্তি পায়নি। তবে সেই ছবির শ্যুটিংয়ে রিয়ার ব্যবহার দেখে অবাক হয়েছিলেন ত্রিধা। তাঁর কথায়, 'শ্যুটিং এর সময়টুকু ছাড়া আমাদের মধ্যে বিশেষ তেমন কোনও কথাই হতো না।এককথায় অত্যন্ত পেশাগত সম্পর্ক ছিল আমাদের। আর তাছাড়া রিয়া নিজেকে নিয়েই সবসময় প্রচন্ড ব্যস্ত থাকত। বর্তমানে রিয়া এবং আমার মধ্যে প্রচুর কমন ফ্রেন্ড থাকা সত্বেও ওঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখিনি আমি'।

বায়োস্কোপ খবর

Latest News

‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.