রবিবার কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মেতেছিল গোটা বাংলা। উৎসবে সামিল হয়েছিলেন তারকারাও। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে কীভাবে তাঁরা অতিযত্নে সমস্ত কিছু আয়োজন করেছেন। নিজেদের হাত সাজিয়েছেন ঠাকুরের আসন, করেছেন ভোগ রান্না। টলি-অভিনেত্রী তৃণা একাই ভেজে ফেলেছেন ৫০-৬০খানা লুচি!
করোনার কাঁটায় গত দুবছর একটু ছোট করেই লক্ষ্মী আরাধনা হয়েছিল। তাই এবারে এক্কেবারে জমজমাট আয়োজন। ধনের দেবীকে ভোগ হিসেবে এই দম্পতি দিয়েছেন লুচি, আলুকপির ডালনা, পাঁচমেশালি তরকারি, পাঁচরকম ভাজা, চাটনি, রাবরি, ছোলার ডাল, আলুরদম সহ আরও বেশকিছু পদ। আর সবটাই নিজের হাতে বানিয়েছেন তৃণা আর তাঁর শাশুড়ি মা। নীলের দায়িত্ব ছিল মিষ্টি আনার। প্রসঙ্গত, তৃণার শ্বশুরবাড়িতে মুর্তিপুজোর চল নেই। গাছকৌটোর উপর ধান রেখে তাতে সিঁদুর গয়নাগাটি পরিয়ে পুজো করা হয়। আরও পড়ুন: প্রসাদে চিপস, কোল্ড ড্রিংকস, লক্ষ্মীকে মেয়ে রূপে পুজো করেন দেবলীনা
তবে এবাড়ির পুজো দিনেই হয়েছে। তারপর বিকেলে নিজের বাড়ির পুজোয় সামিল হয়েছেন ছোট পরদার গুনগুন। এত কাজ একা হাতে করেন কীভাবে? অভিনেত্রী জানিয়েছেন রান্না করতে তাঁর ভালোই লাগে। তাই এতসব আয়োজন করতে সমস্যা হয় না। আর সবটাই বিয়ের পর থেকে শাশুড়ি মার সঙ্গেই করে আসছেন। আরও পড়ুন: সিঙ্গাপুরে ঘরোয়া আয়োজনে লক্ষ্মীর আরাধনায় ব্রতী ঋতুপর্ণা, দেখুন ছবি
তৃণার হাতে বড় পরদার একগাদা কাজ রয়েছে। খুব জলদি তৃণাকে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘লহ গৌরঙ্গের নাম রে’ ছবিতে। যার পরিচালনা করছেন সৃজিত। সিনেমায় শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। আর তাঁর স্ত্রী লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন তৃণা। চৈতন্য অন্তর্ধান রহস্য-ই এই ছবির প্রেক্ষাপট। শুধু তাই নয় অরিন্দম শীলের ইস্কাবনের বিবি-তেও রয়েছেন তিনি মুখ্য চরিত্রে। দিনকয়েক আগে এসেছিল নীল আর তৃণার মিউজিক ভিডিয়ো ‘আর যেন দেখা না হয়’। যা বেশ হিট। দুজনের রসায়ন স্ক্রিনে দেখতে দারুণ লেগেছে দর্শকদের।