বাংলা নিউজ > বায়োস্কোপ > Trina-Neel: শিবরাত্রিতে উপোস করেই শ্যুট করেছেন তৃণা, নীলের জন্য কী চাইলেন ভগবানের কাছে?

Trina-Neel: শিবরাত্রিতে উপোস করেই শ্যুট করেছেন তৃণা, নীলের জন্য কী চাইলেন ভগবানের কাছে?

শিবরাত্রিতে নীলের জন্য ঠাকুরের কাছে যা চাইলেন তৃণা!

‘তৃণীল’ জুটির প্রেম বরাবরই জমজমটা!

ছোট পরদার নায়িকাদের মধ্যে খুব জনপ্রিয় তৃণা সাহা। আপাতত ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুন চরিত্রে দেখা মিলছে তৃণার। তবে, সাথে অনুরাগীদের মধ্যে খুব জনপ্রিয় নীল আর তৃণার জুটিও। ২০২১ সালে নীল ভট্টাচার্যর সাথে গাঁটছড়া বাঁধেন তৃণা। বহুদিনের প্রেম পায় পূর্ণতা। 

‘খড়কুটো’ ধারাবাহিকে এখন চলছে শিবরাত্রি পর্ব। স্বামী সৌজন্যর জন্য শিবরাত্রির উপোস করেছে গুনগুন। আর তৃণা কী করেছিল ওই দিন? আনন্দবাজার অনলাইনকে তৃণা জানিয়েছেন বিয়ের পর প্রথম শিবরাত্রি পালন করেছিলেন তিনিও। উপোস করেছিলেন। আর উপোস নিয়েই শ্যুটিং করেছিলেন। তারপর বাড়ি ফিরে জল ঢালেন। সাথে যেহেতু ভাত বা রুটি খাওয়া বারণ তাই নিয়ম মেনে উপোস ভাঙেন তরকারি খেয়ে।

আর কী বর চাইলেন? জানা গিয়েছে নীলের মঙ্গলকামনাই করেছেন তিনি। তৃণার কথায়, নীল যেন সুস্থ থাকে, অনেক উন্নতি করে তাই চেয়েছেন। সাথে প্রার্থনা করেছেন যেন তাঁকে আরও ভালোবাসে নীল। আরও বেশি করে চোখে হারায়। 

অভিনয় কেরিয়ার শুরুর আগে থেকেই প্রেম তাঁদের। দীর্ঘ এক দশকের প্রেমের পর গত বছর ফেব্রুয়ারি মাসেই চার হাত এক হয়েছিল দু'জনের। একসাথে ছবি দিয়ে অনুরাগীদের মন ভোলান প্রায়শই। এমনকী, বাংলা ইন্ডাস্ট্রির এই জুটিকে দেখতে বেশ পছন্দ করেন নেটিজেনরা। ‘সেরা কাপল’, ‘তোমাদের দারুণ লাগে’, ‘হট ফেবারিট’র মতো কমেন্ট পড়ে তাঁদের ছবিতে।

বন্ধ করুন