চুপি চুপি কেকেআরের ড্রেসিংরুমে ঢুকে পড়েছেন তৃণা সাহা। সারা ঘর হাতড়ে খুঁজছেন একটা জিনিস। কী? চাবি। আর ঠিক তখনই সেখানে চলে আসেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে দেখেই রীতিমত ঘাবড়ে যান তৃণা। তারপর? আর কেনই বা সেখানে লুকিয়ে লুকিয়ে ঢুকেছিলেন অভিনেত্রী?
আরও পড়ুন: 'অন্যের বিছানায় তোমায় শুতে দেখেছি', চাহালের সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই গানে গানে এ কী বললেন ধনশ্রী!
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো তৃণা পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ভেঙ্কটেশ অভিনেত্রীকে লুকিয়ে লুকিয়ে ওখানে ঢুকতে দেখে জিজ্ঞেস করেন, 'আপনি কী খুঁজছেন?' জবাবে তৃণা বলেন, 'সেই চাবিটা খুঁজছি যেটা দিয়ে চতুর্থ ট্রফি জেতা যাবে এই সিজনে। এই চাবিগুলোই তো?' তখন উত্তর না দিয়ে ভেঙ্কটেশ খালি বলেন, 'আসুন আমার সঙ্গে।'
এরপর তারপর চায়ের আড্ডায় যোগ দিতে দেখা যায়। সেখানেই তিনি তৃণাকে বলেন, 'এবারের ট্রফি জেতার চাবিকাঠি রয়েছে আমাদের জার্সিতে। সেই পুরনো ঐতিহ্য, সেই পুরনো চার্ম, সেই পুরনো সংখ্যা।' সেটা শুনেই উচ্ছ্বসিত হয়ে পড়েন অভিনেত্রী। লাফিয়ে উঠে বলেন, 'তো তাহলে বলছ করব লড়ব চার নম্বর জিতব রে।' জবাবে ভেঙ্কটেশ ফের বলেন, 'আপনি তো জানেনই আমাদের কিং খান বলেন চাঁদ তারে তোর লাউ সারে দুনিয়া পর মে ছাউ।' এই কথার উত্তরে তৃণা জানান, 'কিন্তু এবার উনি বলবেন চারটে তারা নিয়ে আসি। কারণ আইপিএলে সব কিছু সম্ভব। কী তাই তো?'
আসলে সবটাই ছিল আইপিএল শুরুর আগে সেটার বিশেষ করে বললে কেকেআরের প্রচার। শুরু হতে চলেছে ২০২৫ সালের আইপিএলের মরশুম। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এই সিজন। আর তার ঠিক আগেই কেকেআরের হয়ে প্রচার করতে দেখা গেল তৃণা এবং ভেঙ্কটেশকে।
আরও পড়ুন: অরিজিতের সঙ্গে গান গাওয়ার আগে হাউহাউ করে কান্না! কী হল নীতি মোহনের?
আরও পড়ুন: বোনকে এখনও পুতুল ভাবে কবীর! দুই সন্তানের জন্য নতুন করে কী শিখছেন কোয়েল?
অনেকেই মন্তব্য করেছেন এই ভিডিয়োতে। কেকেআরের ভক্তদের দাবি এই বছর শাহরুখের দল আরও একটি, তাঁদের চতুর্থ ট্রফি ২০২৫ এর আইপিএলের মরশুমেই ঘরে আসবে।