বাংলা নিউজ > বায়োস্কোপ > 'দুই বাবাতে খুশি, অভিষেকদার মেয়ে হওয়ার চেষ্টা করিনি', সংযুক্তার অভিযোগে তৃণা

'দুই বাবাতে খুশি, অভিষেকদার মেয়ে হওয়ার চেষ্টা করিনি', সংযুক্তার অভিযোগে তৃণা

‘ড্যাডি বিতর্কে’ মুখ খুললেন তৃণা সাহা। 

'ড্যাডি-বিতর্কে' এবার মুখ খুললেন অভিনেত্রী তৃণা সাহা।

অভিষেক চট্টোপাধ্যায়-পত্নী সংযুক্তা আর তৃণা সাহার মধ্যে একটা দ্বন্দ্ব চোখে পড়েছে। দিন কয়েক আগে মুক্তি পেয়েছিল অভিষেকের শেষ ছবির ট্রেলার। যেই অনুষ্ঠানে সংযুক্তার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী তৃণাও। আর ছোট পরদার ড্যাডি প্রসঙ্গ তৃণা বলেন, অভিষেক চাইতেন তাঁর মেয়ে ডল বড় হয়ে তৃণার মতো হয়ে উঠবে। আর এতেই প্রকাশ্যে আপত্তি জানান সংযুক্তা সোশ্যাল মিডিয়ায়। সরাসরি জানিয়ে দেন, তিনি বা অভিষেক কখনও চাইতেন না তাঁদের মেয়ে কারও মতো হেক। 

 সংযুক্তা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমাদের ডল অনন্য। আমরা কখনই চাই না ও অন্য কারও মতো হেক। অভিষেকের এক সহঅভিনেতা দাবি করে,অভিষেক চাইত যে ডল তাঁর মতো হোক। আমাদের উচিত একজন বাবার তাঁর একমাত্র মেয়েকে ভাসোবাসাকে সম্মান জানানো। অন স্ক্রিন আর অফ স্ক্রিনের মধ্যে অনেক পার্থক্য। ও কখনই প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে গুলিয়ে ফেলত না।’ 

যদিও নিজের পোস্টে তৃণার নাম নেননি সংযুক্তা। তবে অনেকেই বুঝতে পেরেছিলেন কার দিকে তীর ছুঁড়েছেন অভিষেক-পত্নী। অভিষেকের সেই ‘সহ-অভিনেতা’ আসলে তৃণাই। এই নিয়ে সম্প্রতি 'এই সময় ডিজিটাল'-এর কাছে মুখ খোলেন অভিনেত্রী।

তৃণা এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। পরিষ্কার জানিয়ে দেন, কারও মনে কষ্ট দেওয়ার ইচ্ছে তাঁর নেই। সঙ্গে জানান, সন্তানের জায়গা যে কেউ নিতে পারে না তা তিনি জানেন। অভিষেকের মেয়ে হওয়ার কোনও চেষ্টাও তিনি করেননি। তৃণার কথায়আমরা একসঙ্গে লাঞ্চ করতাম মানে এই নয় যে আমি অভিষেকদার মেয়ে হয়ে গিয়েছিলাম। আমার নিজের বাবা আছেন। শ্বশুরমশাই আছেন। আমার দু’জন বাবাকে নিয়ে আমি খুব খুশি।'

বন্ধ করুন