বাংলা নিউজ > বায়োস্কোপ > Trina-Neel: নীলের সঙ্গে বিচ্ছেদের খবর কি সত্যি? ডিভোর্স নিয়ে মুখ খুললেন তৃণা

Trina-Neel: নীলের সঙ্গে বিচ্ছেদের খবর কি সত্যি? ডিভোর্স নিয়ে মুখ খুললেন তৃণা

সত্যিই কি বিচ্ছেদ হয়েছে নীলের সঙ্গে? মুখ খুললেন তৃণা সাহা। 

নীল-তৃণার বিচ্ছেদ নিয়ে এখন চর্চা তুঙ্গে। নীল আগেই ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। এবার মুখ খুললেন তৃণা সাহা। 

একসময় তাঁদের টলিপাড়ার মোস্ট পারফেক্ট জুটি হিসেবে দেখা হত। তবে সপ্তাহখানেক ধরে শোনা যাচ্ছে মোটেও আর সবকিছু ঠিক নেই তাঁদের মধ্যে। আলাদা হয়েছে দুজনের পথ। এসবেরই শুরুয়াত হয় তৃণার জন্মদিনের দিন। এক ঝলকের জন্য দেখা মেলেনি যাতে নীলের। তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে ‘তাহলে কি ভাঙার পথে আরও একটা সম্পর্ক’? নীলের তরফে আগেই এই ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়া হয়েছে। এবার মুখ খুললেন তৃণা।

এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে নীল জানিয়েছিলেন, ‘সোশ্যালেও আমি ওর জন্মদিনে ছবি পোস্ট করেছি, তবে সেটা আগের ছবি, তাই হয়ত কারোর চোখে পড়েনি। সবসময় সবকিছু তো পাবলিক করা যায় না। আর তৃণার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ও একটু ডায়েট বেশিই করে তো, তাই লো প্রেশার হয়ে গিয়েছিল।’

এবার তৃণার গলাতেও কিছুটা একইরকম সুর। বলে উঠলেন, ‘আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছে। ফেসবুক-ইনস্টাতে হাসিমুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গণ্ডগোল হয়েছে। সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে একটা মানুষ সেটাই ভুলতে বসেছে। আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দেই না। শুধু বলতে চাই আমি আর নীল ভালো আছি।’

২০২১ সালে জাঁকজমক করে বিয়ে করেন টেলিভিশনের এই দুই তারকা। ছোট পরদায় একসঙ্গে কাজ না করলেও, তাঁদের জুটি হিসেবে খুব পছন্দ করেন দর্শকরা। বিয়ের বহু বছর আগে থেকেই তাঁদের বন্ধুত্ব, এরপর প্রেম। দুই পরিবারের মধ্যেও সম্পর্ক খুব ভালো। এর আগেও নীল-তৃণার বিচ্ছেদের খবর সামনে এসেছিল। আসলে সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাক্টিভ দুই তারকার একসঙ্গে কোনও পোস্ট নেই গত দু-মাস ধরে! যার একসঙ্গে ঘনঘন রিল, ফোটো শেয়ার করতেন একসময়, তাঁদের একসঙ্গে দেখতে না পারলে একটু আশর্য লাগে বৈকি!

আপাতত তৃণা ব্যস্ত তাঁর নতুন মেগা সিরিয়াল ‘বালিঝড়’ নিয়ে। ফেব্রুয়ারি থেকেই শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার। নীলের ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকও টিআরপি-তে বেশ ভালো নম্বর পাচ্ছে। ‘তৃণীল’ ভক্তরা মনে মনে চাইছেন এসবই যেন মিথ্যে প্রমাণিত হয়। পছন্দের জুটির ভেঙে যাওয়া তাঁরা মেনে নিতে পারবেন না।

 

বায়োস্কোপ খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.