একসময় তাঁদের টলিপাড়ার মোস্ট পারফেক্ট জুটি হিসেবে দেখা হত। তবে সপ্তাহখানেক ধরে শোনা যাচ্ছে মোটেও আর সবকিছু ঠিক নেই তাঁদের মধ্যে। আলাদা হয়েছে দুজনের পথ। এসবেরই শুরুয়াত হয় তৃণার জন্মদিনের দিন। এক ঝলকের জন্য দেখা মেলেনি যাতে নীলের। তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে ‘তাহলে কি ভাঙার পথে আরও একটা সম্পর্ক’? নীলের তরফে আগেই এই ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়া হয়েছে। এবার মুখ খুললেন তৃণা।
এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে নীল জানিয়েছিলেন, ‘সোশ্যালেও আমি ওর জন্মদিনে ছবি পোস্ট করেছি, তবে সেটা আগের ছবি, তাই হয়ত কারোর চোখে পড়েনি। সবসময় সবকিছু তো পাবলিক করা যায় না। আর তৃণার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ও একটু ডায়েট বেশিই করে তো, তাই লো প্রেশার হয়ে গিয়েছিল।’
এবার তৃণার গলাতেও কিছুটা একইরকম সুর। বলে উঠলেন, ‘আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছে। ফেসবুক-ইনস্টাতে হাসিমুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গণ্ডগোল হয়েছে। সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে একটা মানুষ সেটাই ভুলতে বসেছে। আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দেই না। শুধু বলতে চাই আমি আর নীল ভালো আছি।’
২০২১ সালে জাঁকজমক করে বিয়ে করেন টেলিভিশনের এই দুই তারকা। ছোট পরদায় একসঙ্গে কাজ না করলেও, তাঁদের জুটি হিসেবে খুব পছন্দ করেন দর্শকরা। বিয়ের বহু বছর আগে থেকেই তাঁদের বন্ধুত্ব, এরপর প্রেম। দুই পরিবারের মধ্যেও সম্পর্ক খুব ভালো। এর আগেও নীল-তৃণার বিচ্ছেদের খবর সামনে এসেছিল। আসলে সোশ্যাল মিডিয়ায় তুমুল অ্যাক্টিভ দুই তারকার একসঙ্গে কোনও পোস্ট নেই গত দু-মাস ধরে! যার একসঙ্গে ঘনঘন রিল, ফোটো শেয়ার করতেন একসময়, তাঁদের একসঙ্গে দেখতে না পারলে একটু আশর্য লাগে বৈকি!
আপাতত তৃণা ব্যস্ত তাঁর নতুন মেগা সিরিয়াল ‘বালিঝড়’ নিয়ে। ফেব্রুয়ারি থেকেই শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার। নীলের ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকও টিআরপি-তে বেশ ভালো নম্বর পাচ্ছে। ‘তৃণীল’ ভক্তরা মনে মনে চাইছেন এসবই যেন মিথ্যে প্রমাণিত হয়। পছন্দের জুটির ভেঙে যাওয়া তাঁরা মেনে নিতে পারবেন না।