বাংলা নিউজ > বায়োস্কোপ > Trina Saha: বালিঝড় শেষের পর বিজ্ঞাপনই ভরসা? ‘কোটি কোটি’ আয় নিয়ে মুখ খুললেন তৃণা সাহা

Trina Saha: বালিঝড় শেষের পর বিজ্ঞাপনই ভরসা? ‘কোটি কোটি’ আয় নিয়ে মুখ খুললেন তৃণা সাহা

বিজ্ঞাপন থেকে কত আয় হয়, মুখ খুললেন তৃণা সাহা। 

টিভির পরিচিত মুখ তৃণা। বেশ কিছু ধারাবাহিকেও কাজ করেছেন। এখন কী রোজগারের জন্য বিজ্ঞাপনই ভরসা? মুখ খুললেন ‘বালিঝড়’ অভিনেত্রী।

টিভির পরিচিত মুখ তৃণা সাহা। এর আগে একাধিক ধারাবাহিকে দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। তবে শেষ মেগা ‘বালিঝড়’ সেভাবে জনপ্রিয়তা পায়নি। টিআরপি এমন খারাপ ছিল যে মাত্র দু মাসে তা বন্ধ হয়ে যায়। এই ধারাবাহিকে তৃণা-র সঙ্গে ছিল ‘খড়কুটো’ কো-স্টার কৌশিক রায় ও ধুলোকণার লালন ইন্দ্রাশিস রায়। লেখিকা ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। কিন্তু এত ভালো স্টারকাস্টও বাঁচাতে পারেনি এই মেগাকে।

গত ১৬ এপ্রিল ‘বালিঝড়’-এর শেষ এপিসোড সম্প্রচারিত হল। যদিও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী বেশ। নীলের সঙ্গে জুটিতে একাধিক বিজ্ঞাপন করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ। অনেকেরই ধারণা সিনেমা-সিরিয়ালে কাজ ছাড়াও বিজ্ঞাপনে কাজ করে কোটি কোটি আয় হয় ছোট পরদার ‘গুনগুন’-এর। সত্যিই কি তাই?

তৃণা এই সময়কে জানালেন, কোটি কোটি টাকা আমি কোনওদিন চোখেই দেখিনি। কোনও খাত থেকেই আমি কোটি কোটি টাকা রোজগার করি না। তবে হ্যাঁ আমি বিজ্ঞাপন হোক বা সিরিয়াল কিংবা সিনেমা, যে কাজটাই করি তাতে নিজের ৫০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। 

সঙ্গে জানালেন, নতুন কোনও কাজের খবর আপাতত নেই। পছন্দমাফিক চরিত্র পেলে তবেই ফিরবেন ক্যামেরার সামনে। এখন বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন বাড়িতেই। সঙ্গে তাঁর আর নীলের একটা স্টুডিয়ো আছে গড়িয়াহাটে, সেটা সাজানোয় মন দিয়েছেন। সেটাকে নতুন করে সাজাচ্ছেন। নীল যেহেতু এখন ‘বাংলা মিডিয়াম’ নিয়ে ব্যস্ত, তাই তিনিই সবটা দেখছেন। তৃণা বললেন, ‘আমাদের স্টুডিওতে সব ধরনের শ্যুটিং হয়। প্রচুর লুক সেট হয়। প্রি-পোস্ট প্রোডাকশনের সব কাজ হতে পারে ওখানে।’ সঙ্গে বাড়িতে রয়েছে চিনি আর রক্সি নামের দুজন পোষ্য, তাঁদেরও সময় দেওয়া হচ্ছে বেশি বেশি করে। 

মাঝে নীল আর তৃণার বিচ্ছেদের খবর রটে যায়। প্রথমে এই ব্যাপার নিয়ে চুপ থাকলেও পরে মুখ খোলেন দুজনেই। সাফ জানিয়েছিলেন, তাঁদের নিয়ে ছড়ানো ‘গুজব’ খারাপ প্রভাব ফেলে তাঁদের পরিবারের উপর। তৃণার বক্তব্য ছিল, ‘এই খবরে আমাদের কাছের মানুষের আঘাত পায়। আমার আর নীলের পরিবার অনেক বড়। আমাদেরও অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। কারও বিষয়ে লেখার আগে একবার ভেবে দেখবেন তাঁরাও মানুষ। আপনার কাছের মানুষের ব্যাপারে যদি এরকম বলা হয় আপনার ভালো লাগবে?’ আর নীল কিছুটা উপহাসের সুরেই বলেছিলেন, ‘লাইফে যদি এরকম বড় কিছু হয় তা প্রপারলি সবাইকে জানাব। সেটা এই ভাবে দরকার পড়বে না লাইক বা পোস্ট দেখে। এভাবে মানুষকে বিচার করাটা ভুল।’। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌অমিত শাহ একজন গুণ্ডা দাঙ্গাবাজ’‌, কর্নাটক মুখ্যমন্ত্রীর ছেলের আক্রমণে তোলপাড় ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.